উত্তরবঙ্গের বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত ১৭৩টি স্কুল, পুজোর ছুটিতেই মেরামতের নির্দেশ মুখ্যমন্ত্রীর

October 20, 2025 | < 1 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৩৪:  উত্তরবঙ্গের সাম্প্রতিক দুর্যোগে শিক্ষা পরিকাঠামোর উপর মারাত্মক প্রভাব পড়েছে। প্রবল বর্ষণ, ধস এবং বন্যার ফলে মোট ১৭৩টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সরকারি রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ৯৪টি প্রাথমিক বিদ্যালয় (Primary School) এবং ৭৯টি হাইস্কুল (High School)। কোথাও দেওয়াল ভেঙেছে, কোথাও শ্রেণিকক্ষ, ছাদ বা সীমানা প্রাচীর ধসে পড়েছে। এমনকি সিঁড়ি, পাইলার এবং টয়লেট পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে শিক্ষা দপ্তর (Education Department) পুজোর ছুটির মধ্যেই সংস্কার কাজ শুরু করার উদ্যোগ নিয়েছে। জেলা প্রশাসন এবং ব্লক স্তরে ক্ষতিগ্রস্ত স্কুলগুলির তালিকা তৈরি করে তা রাজ্য সরকারকে পাঠানো হয়েছে। দার্জিলিং জেলার পাহাড়ি অঞ্চলে পরিস্থিতি বিশেষভাবে উদ্বেগজনক। এখানে ৩০টিরও বেশি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। দুধিয়া, লোয়ার ব্লুমফিল্ড, পেডিখোলা, ঘুম, এবং টুংসুং ব্লকের একাধিক বিদ্যালয়ে (School) ধসের ফলে বোল্ডার পড়ে মারাত্মক ক্ষতি হয়েছে।

প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, কিছু প্রাথমিক বিদ্যালয়ে (Primary School) ছাত্রসংখ্যা কম থাকায় ক্ষতির প্রভাব তুলনামূলকভাবে সীমিত হলেও, বেশ কয়েকটি স্কুলে দেওয়াল ধ্বংস, ছাদ ধসে পড়া এবং শ্রেণিকক্ষের কাঠামোগত ক্ষতি ঘটেছে। জলের পাইপলাইন এবং টয়লেট ব্যবস্থাও বিপর্যস্ত হয়েছে।

অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, পুজোর ছুটিতে সংস্কার কাজ শুরু না হলে স্কুল খোলার পর শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। সেই কারণে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে শিক্ষা দপ্তর দ্রুত ব্যবস্থা নিচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকায় বই ও শিক্ষাসামগ্রী বিতরণও করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen