গদিচ্যুত হওয়ার পর প্রথম সাংবাদিক বৈঠকে ওলি, অন্তবর্তী সরকারকে তোপ নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর

October 20, 2025 | < 1 min read
Published by: Manas Modak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৫৮: নেপালের রাজনৈতিক অস্থিরতার মধ্যেই সরকার পতনের পর প্রথমবার সাংবাদিক সম্মেলনে মুখ খুললেন প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি (KP Sharma Oli)। রবিবার কাঠমান্ডুতে আয়োজিত এই বৈঠকে তিনি সরাসরি অভিযোগ করেন, “সুশীলা কারকি সরকার কোনও কারণ ছাড়াই আমাকে গ্রেপ্তার করতে চাইছে।” তাঁর দাবি, অন্তবর্তী সরকার দেশের আগামী সাধারণ নির্বাচন পরিচালনার বিষয়ে একেবারেই গুরুত্ব দিচ্ছে না।

ওলির এই বক্তব্যে ফের উত্তপ্ত হয়ে উঠেছে নেপালের রাজনৈতিক মহল। তিনি বলেন, “জেন জি-র আন্দোলন গোটা দেশে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছিল। অথচ সরকার সেই পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে।” একইসঙ্গে তিনি ভেঙে যাওয়া হাউস অফ রিপ্রেজেন্টেটিভ পুনর্গঠনের দাবি জানান।

প্রসঙ্গত, ৮ সেপ্টেম্বর সোশাল মিডিয়া বন্ধের প্রতিবাদে যুবসমাজের বিক্ষোভ চরম আকার নেয়। দুর্নীতির অভিযোগে উত্তাল হয়ে ওঠে নেপাল (Nepal)। নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপে মৃত্যু হয় ৭৪ জনের। এই গণবিক্ষোভের চাপেই পদত্যাগ করেন ওলি এবং তাঁর মন্ত্রিসভার একাধিক সদস্য। এরপর অন্তবর্তী সরকারের প্রধান হন সুশীলা কারকি (Sushila Karki), যাঁর বিরুদ্ধে এখন সরব ওলি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen