রাজধানীর বাতাসে বিষ! রাতভর আতশবাজির দৌরাত্ম্য, দূষণে ধুঁকছে দিল্লি

গত বছর দীপাবলির পর দিল্লির বাতাসের গুণগত মান (AQI) ছিল ৩৫৯। গতবারের রেকর্ড এবার ভেঙে ফেলল দিল্লি।
দীপাবলিতে দিল্লিতে শর্তসাপেক্ষ সবুজ আতশবাজিতে ছাড়পত্র দিয়েছিল সুপ্রিম কোর্ট। শনিবার থেকে বাজি পোড়ানোর অনুমতি ছিল। শনিবার থেকে রবি ও সোমবার পর্যন্ত চলে বাজি পোড়ানো। তাতে মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ, মঙ্গলবার সকালে নয়ডা এবং গুরুগ্রামের মতো শহরগুলির অবস্থাও খুব খারাপ। ধোঁয়ার জেরে কমে গিয়েছে দৃশ্যমানতা। আজ, সকাল ৭টায় দুই শহরের AQI ছিল যথাক্রমে ৪০৭ এবং ৪০২।
বাতাসের গুণমান ৩০০ পেরিয়ে যাওয়া মানেই মারাত্মক খারাপ। দিল্লির AQI সেখানে ৪৫১! উজিরপুরে ৪৩৫, দ্বারকায় ৪২২, অশোক বিহারে ৪৪৫ এবং আনন্দ বিহারে ৪৪০।
উল্লেখ্য, ১৮ থেকে ২০ অক্টোবর পর্যন্ত দিল্লি-এনসিআর অঞ্চলে সবুজ বাজি ফোটানোর অনুমতি দিয়েছিল শীর্ষ আদালত। বলা হয়েছিল, সকাল ৬টা থেকে ৭টা এবং রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত বাজি ফাটানো যাবে। বাস্তবে সে নিয়ম কার্যকর হয়নি। সারারাত ধরে বাজির দাপট চলে। প্রশ্ন তুলছেন, সবুজ বাজিতে কীভাবে এত দূষণ হতে পারে? তবে কি শীর্ষ আদালতের নিয়ম মানা হয়নি? প্রশাসনস্তরে কোনও নিয়ন্ত্রণ করা হয়নি?