বাংলা-বিহার ভোটের আগে ফের হিন্দুত্বে শান, দীপাবলিতে রামচন্দ্রকে Operation Sindoor উৎসর্গ মোদীর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৩৩: আগামী বছর অসম এবং বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে সামনেই বিহার বিধানসভা ভোট। এই আবহে ফের হিন্দুত্বে শান দিয়ে দীপাবলির দিন দেশবাসীর উদ্দেশে খোলা চিঠি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
চিঠির শুরুতেই অযোধ্যায় রামমন্দির (Ram Mandir) নির্মাণের পর দ্বিতীয় দীপাবলির (Diwali) তাৎপর্য তুলে ধরেন তিনি। ‘অপারেশন সিঁদুর’-এর (Operation Sindoor) সাহসিকতাকে ভগবান রামের ন্যায় প্রতিষ্ঠার আদর্শের সঙ্গে তুলনা করেন মোদী।
চিঠির শুরুতেই দীপাবলির শুভেচ্ছা জানিয়ে মোদী লেখেন, ‘‘অযোধ্যায় রামমন্দির নির্মাণের পর এটি দ্বিতীয় দীপাবলি। অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের অনুপ্রেরণা দেন ভগবান রাম। সেই সাহসেরই প্রতিফলন আমরা দেখেছি ‘অপারেশন সিঁদুর’-এর সময়। ভারত সে সময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে ন্যায় প্রতিষ্ঠা করেছে।’’
এই চিঠিতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ‘‘এখন দেশের বহু প্রত্যন্ত অঞ্চলেও দীপাবলি উদযাপিত হচ্ছে, যেখানে এক সময় মাওবাদীরা আধিপত্য বিস্তার করেছিল। আমরা সফলভাবে মাওবাদকে মূল থেকে নির্মূল করতে পেরেছি। অনেকে সহিংসতার পথ ছেড়ে শান্তির পথে ফিরে এসে সংবিধানের প্রতি আস্থা রেখেছেন- এটা গোটা জাতির জয়।’’
অর্থনৈতিক অগ্রগতির প্রসঙ্গে মোদী লেখেন, ‘‘এই উৎসবের মাধ্যমে দেশবাসী হাজার হাজার কোটি টাকা সাশ্রয় করেছেন।’’ তাঁর দাবি, ‘‘আজ ভারত একাধারে স্থিতিশীল ও সংবেদনশীল অর্থনীতি। আমরা দ্রুত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হওয়ার পথে।’’
দেশীয় পণ্য ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘‘বিকশিত ও আত্মনির্ভর ভারতের পথে প্রত্যেক নাগরিকের কর্তব্য- দেশকে অগ্রাধিকার দেওয়া। দেশীয় পণ্য কেনার অভ্যাস গড়ে তুলতে হবে, স্বাস্থ্যকে প্রাধান্য দিতে হবে এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।’’
চিঠির অন্তিমে মোদীর বার্তা, ‘‘আসুন, আমরা ভারতের প্রতিটি ভাষাকে সম্মান করি, নিজেদের মধ্যে ঐক্য ও গর্ব অনুভব করি। দীপাবলির আলো হোক নতুন ভারতের আলোকবর্তিকা।’’
ওয়াকিবহাল মহলের মতে, সামনেই বিহার বিধানসভা ভোট। তার পরেই অসম ও বাংলায় নির্বাচন। এই চিঠির মাধ্যমে মোদী ফের হিন্দুত্বের বার্তা তুলে ধরলেন, যা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।