Bhaiphota 2025: ভাইফোঁটার থালায় কী কী রাখবেন?

October 22, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:২৪:  আগামীলাল ভাইফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যম দুয়ারে পড়ল কাঁটা…বলতে বলতে দিদিরা ভাইয়ের কপালে ফোঁটা দেবে বাঁ হাতের কনিষ্ঠা দিয়ে আর বোনেরা দেবে বাঁ হাতের অনামিকা দিয়ে। দিদি বা বোনেরা ভাই বা দাদাদের জন্য উপোস করে থাকেন। থালা সাজান। গঙ্গাজল, শিশির, ধান, দূর্বা, গঙ্গাজল, প্রদীপ, ধূপকাঠি, শঙ্খ, মিষ্টি ইত্যাদি থালায় সাজানো হয়।

ভাইফোঁটায় চাই ভোরের শিশির। সঙ্গে লাগে চন্দন বাটা। কাঁসার থালায় রাখা হয় গঙ্গাজল, শিশির, তুলো, ধান, দূর্বা, গঙ্গাজল, প্রদীপ, ধূপকাঠি, শঙ্খ, নারকেল, মিষ্টি। স্নান সেরে শুদ্ধ পোশাক পরে পুবমুখী আসনে বসে ভাইফোঁটার অনুষ্ঠানটি সম্পন্ন করতে হবে।

একটি প্লেটে ভাই বা দাদাকে পাঁচ রকম মিষ্টি এবং পাঁচ রকম ফল সাজিয়ে দেওয়া উচিত। অন্য একটি প্লেটে লুচি তরকারি বা জলখাবারে সাজিয়ে রাখতে হয়। পাশে একটি গ্লাসে জল রাখতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen