ASEAN Summit: হচ্ছে না মোদী-ট্রাম্প সাক্ষাৎ! ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৩৭: এখনই নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) মুখোমুখি বৈঠক হচ্ছে না। মালয়েশিয়া (Malaysia) সফরে যাওয়ার কথা ছিল দুই নেতার। সেখানে তাঁদের বৈঠক বসার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছিল। কিন্তু ব্যস্ততার কারণে এখন মালয়েশিয়ায় যেতে পারছেন না মোদী। ফলে মোদী, ট্রাম্পের দেখা হওয়ার সম্ভাবনায় কার্যত ইতি টানল ভারত। উল্লেখ্য, ২৮ অক্টোবর ছটপুজো, আগামী ৬ এবং ১১ নভেম্বর বিহারের ভোট রয়েছে। শুক্রবার থেকে বিহারে টানা রাজনৈতিক কর্মসূচি করবেন মোদী। বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ছটপুজোর দিনে মোদী নানান কর্মসূচি নিতে পারেন। সম্ভবত সে কারণে মালয়েশিয়া যাচ্ছেন না মোদী।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালা লামপুরে ২৬-২৮ অক্টোবর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির জোট ‘অ্যাসোসিয়েশন অফ সাউথইস্ট এশিয়ান নেশনস’ (ASEAN) বৈঠকে বসবে।এই জোটের বাণিজ্যসঙ্গী ভারত ও আমেরিকা। তাই মালয়েশিয়ার বৈঠকে থাকবেন মোদী এবং ট্রাম্পও থাকবেন। জাপান, চীন এবং রাশিয়াও যোগ দেবে সম্মেলনে।
মোদী মালয়েশিয়ায় উপস্থিত থাকলে সম্মেলনের পাশাপাশি ট্রাম্পের সঙ্গে তাঁর আলোচনায় বসার সম্ভাবনা ছিল। কিন্তু তা হচ্ছে না। বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিম সমাজ মাধ্যমে জানান, মোদীর সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। সেই সময়েই মোদী তাঁকে জানিয়েছেন, ভারতে দীপাবলি উদ্যাপনের জন্য তিনি ভার্চুয়ালি সম্মেলনে যোগ দেবেন। প্রধানমন্ত্রী মোদীও সমাজ মাধ্যমে জানান, তিনি ভার্চুয়ালি উপস্থিত থাকবেন ওই সম্মেলনে।
রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসাবে ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়ে রেখেছেন ট্রাম্প। দু’দেশের প্রতিনিধিদলের মধ্যে দফায় দফায় আলোচনার পরও কোনও সমাধানসূত্র এখনও বেরিয়ে আসেনি। শোনা যাচ্ছে, শুল্কের বোঝা কমবে। মোদী-ট্রাম্প মুখোমুখি বসলে জটিলতা কাটার সম্ভাবনা ছিল বলেই মনে করছেন অনেকে। কিন্তু সে সম্ভাবনা জল পড়তেই নতুন জল্পনা শুরু হয়েছে। তবে কি ভারত-আমেরিকা বাণিজ্য সমঝোতা এখনও বহু দূর!