দীপিকা-রণবীরের নতুন বিজ্ঞাপন ভাইরাল, তাঁদের রোমান্টিক রসায়নে মুগ্ধ নেটিজেনরা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১২:০৫: বলিউডের জনপ্রিয় দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং আবারও একসঙ্গে পর্দায় হাজির হয়েছেন, এবার আবুধাবি পর্যটন দপ্তরের নতুন বিজ্ঞাপনে। “Abu Dhabi Diaries ft. Deepika Padukone and Ranveer Singh” শিরোনামের এই বিজ্ঞাপনটি সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দম্পতিকে দেখা গেছে নিজেদের বিবাহবার্ষিকীর ডিনার ডেটের আগে রোলপ্লে করতে।
ভিডিওতে মজার এক মুহূর্তে দীপিকা রণবীরকে মজা করে বলেন, “বন্ড যে দাড়ি কামাতে ভুলে গেছে।” জবাবে রণবীর হাসতে হাসতে বলেন, “এই রোলপ্লে জিনিসটা বেশ চিজি।” তাদের এই মজার কথোপকথন মুহূর্তেই মন জয় করেছে ভক্তদের।
বিজ্ঞাপনের প্রথম ভাগে দীপিকাকে দেখা গেছে কালো টপ, ক্রিম ব্লেজার ও প্যান্টে, আর রণবীর পরেছেন ডেনিম জ্যাকেট ও কালো টি-শার্ট। দ্বিতীয় ভাগে দীপিকার লাল পোশাক নজর কেড়েছে সবার, আর রণবীর ছিলেন নীল ব্লেজার ও সাদা শার্টে। নেটিজেনরা এই লুক এবং তাদের রসায়নে মুগ্ধ। একজন মন্তব্য করেছেন, “দীপিকা লালে অনবদ্য, প্রতিবারের মতোই।” আরেকজন লিখেছেন, “ওদের একটা হালকা মেজাজের রোমান্টিক সিনেমায় দেখা যাক না!” কেউ কেউ আবার মজা করে বলেছেন, “দুয়ার মা-বাবাকে দারুণ লাগছে!”
তবে এই বিজ্ঞাপন ঘিরে দীপিকার আগের একটি প্রচারচিত্রে কিছু বিতর্কও হয়েছে। এর আগের আবুধাবি পর্যটন বিজ্ঞাপনে তাকে হিজাব ও ঐতিহ্যবাহী আবায়া পরিহিত অবস্থায় দেখা গিয়েছিল, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু সমালোচনা হয়। অনেকেই প্রশ্ন তোলেন, কেন দীপিকাকে হিজাব পরানো হয়েছে। যদিও অনেক দর্শক সেই ভিডিওর সৌন্দর্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রশংসাও করেছেন।
এদিকে, দীপিকা ও রণবীর দুজনেই এখন ব্যস্ত তাদের আসন্ন ছবিগুলো নিয়ে। দীপিকা অভিনয় করছেন সিদ্ধার্থ আনন্দ পরিচালিত King ছবিতে, যেখানে শাহরুখ খান, সুহানা খান ও অভিষেক বচ্চনও রয়েছেন। পাশাপাশি তিনি আছেন আটলির পরিচালনায় AA22xA6 ছবিতে, যেখানে তার বিপরীতে অভিনয় করবেন আল্লু অর্জুন। অন্যদিকে রণবীর সিং শীঘ্রই দেখা দেবেন আদিত্য ধর পরিচালিত স্পাই-অ্যাকশন থ্রিলার Dhurandhar-এ, যেখানে অভিনয় করবেন সঞ্জয় দত্ত, আর মাধবন, অর্জুন রামপাল ও অক্ষয় খান্নাও।
নেটিজেনদের মতে, দীপিকা-রণবীরের এই নতুন বিজ্ঞাপন শুধু তাদের দাম্পত্য রসায়নেরই নয়, বরং পর্দায় তাদের নিখুঁত অভিনয় গুণেরও প্রমাণ। আবুধাবির সৌন্দর্যের পটভূমিতে এই রোম্যান্টিক জুটি যেন একেবারে সিনেমার দৃশ্যকেই বাস্তবে নিয়ে এসেছে।