NDA-র মুখ্যমন্ত্রী মুখ কি নীতীশ? মোদীর বক্তব্যে বড় ইঙ্গিত

October 24, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৪:৫৬:  ভোটের বিহারে তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে ঘোষণা করে দিয়েছে ইন্ডিয়া জোট। বিরোধী জোটের তরফে এনডিএ-কে চ্যালেঞ্জ ছোড়া হয়েছিল, “আপনাদের ‘দুলহা’ কে?” উত্তর দিয়ে দিলেন খোদ মোদী! মোদী বললেন, নীতীশ কুমারের (Nitish Kumar) নেতৃত্বে এনডিএ বিহারে সংখ্যাগরিষ্ঠতা পাবে। তবে ভোটের পরে নীতীশ মুখ্যমন্ত্রী থাকবেন কি-না, তা স্পষ্ট করেননি মোদী।

আজ, শুক্রবার বিহারের সমস্তিপুরে নির্বাচনী জনসভা করেন প্রধানমন্ত্রী। ওই সভা থেকে মোদী বলেন, “বিহারে এমন কোনও প্রান্ত নেই যেখানে NDA সরকার বিকাশের আলো পৌঁছে যায়নি। এত আলোতে লন্ঠনের কী দরকার?” উল্লেখ্য, RJD-র প্রতীক লণ্ঠন। মোদী আরও বলেন, “নীতীশ কুমারের নেতৃত্বে NDA বিহারের অতীতের সব রেকর্ড ভেঙে ক্ষমতায় আসতে চলেছে।” নীতীশ কুমারই যে বিহারে NDA-র নেতা তা কার্যত বলে দিলেন মোদী। ভোটের পর তিনিই মুখ্যমন্ত্রী হবেন কি-না, সে ইঙ্গিত প্রধানমন্ত্রী দেননি।

বিহারে নীতীশ কুমারের নেতৃত্বে সরকার চালাচ্ছে NDA। বিধায়ক সংখ্যার নিরিখে জোটে বেশি শক্তিশালী বিজেপি (BJP)। জোটের স্বার্থে নীতীশকেই মুখ্যমন্ত্রী পদে বসিয়ে রেখেছে বিজেপি। বিহার বিজেপির দাবি ছিল, নীতীশকে মুখ না-করে বিজেপির কাউকে মুখ্যমন্ত্রী করা হোক। মুখ ঘোষণা না-করে ভোটের পর আসনের ভিত্তিতে ঠিক করা হোক মুখ্যমন্ত্রী কে হবেন। কিন্তু লোকসভায় বিজেপির খারাপ ফল হওয়ায় এখন নীতীশের ভরসায় সরকার চালাতে হচ্ছে বিজেপিকে। সেকারণেই ভোটের আগে নীতীশকে চটাতে চাইছে না বিজেপি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen