রোহিতের সেঞ্চুরি, কোহলির ঝকঝকে ইনিংসে সিডনিতে স্মরণীয় জয় ভারতের

October 25, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৩০: সিডনিতে ভারতের জন্য একটি স্মরণীয় মুহূর্ত হয়ে রইল, যখন রোহিত শর্মা ও বিরাট কোহলির যুগলবন্দি পারফরম্যান্স ভারতের জন্য উপহার স্বরূপ জয় এনে দিল। IND vs AUS সিরিজের শেষ ম্যাচে, রোহিত এক অসাধারণ শতরান হাঁকালেন, আর বিরাট কোহলি ৭৫ রানের ঝকঝকে ইনিংস খেললেন, যা ভারতের ‘কনসোলেশন জয়’-এর পথে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করল।

এই ম্যাচে বিশেষ তা হলো, সম্ভবত অস্ট্রেলিয়ার মাটিতে তাদের শেষ ম্যাচ। দুই অভিজ্ঞ ক্রিকেটারই দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে অস্ট্রেলিয়ায় অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন। শনিবারের খেলায় রোহিত-বিরাটের যুগলবন্দি আবারও পুরনো দিনের জৌলুস ফিরিয়ে আনল। রোহিতের ৩৩তম ওডিআই শতরানের সঙ্গে বিরাটের সঙ্গী হয়ে ১৬৮ রানের পার্টনারশিপ গড়ে ভারতকে সুবিধাজনক অবস্থায় পৌঁছে দিল। এটি তাদের ১২তম ১৫০+ রানের জুটি, যা ওডিআই ক্রিকেটে রেকর্ড সমান।

ম্যাচের শেষে, জয় উদযাপন করার পর রোহিত ও বিরাট অস্ট্রেলিয়ান ভক্তদের বিদায় জানালেন। রোহিত শর্মা বলেন, “অস্ট্রেলিয়ায় খেলা সবসময়ই বিশেষ। ২০০৮-এর স্মৃতি আজও জীবন্ত। হয়তো আর এই মাটিতে খেলার সুযোগ আসবে না, তবে প্রতিটি মুহূর্ত আমরা মুগ্ধ হয়ে উপভোগ করেছি।”

বিরাট কোহলি বলেন, “এ দেশে খেলতে আমরা সবসময়ই ভালোবাসি। আমাদের সেরা কিছু ক্রিকেটই এখানে এসেছে। দর্শকদের অসাধারণ সমর্থনের জন্য ধন্যবাদ।”

প্রায় দুই দশকের আন্তর্জাতিক ক্রিকেট জীবনের এক বড় অধ্যায়ের সমাপ্তি হলেও, এই ম্যাচ রোহিত-ভিরাট যুগলবন্দির জাদু মনে রাখার মতো হয়ে রইল। অস্ট্রেলিয়ার মাটিতে তারা শেষবারের মতো দর্শকদের মনোমুগ্ধকর ক্রিকেট দেখালেন, যা ভারতীয় ক্রিকেট প্রেমীদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen