“বিশ্বাসঘাতকদের চিহ্নিত করেছি”: রাজ্যসভা নির্বাচনে ক্রস-ভোটিংয়ের প্রেক্ষিতে ঘোষণা ওমর আবদুল্লাহর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১.৩৫: জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ (Omar Abdullah) শনিবার জানিয়েছেন, শুক্রবারের রাজ্যসভা ভোটে যারা তাঁর দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাদের তিনি চিহ্নিত করেছেন। তবে তাদের নাম প্রকাশ করতে অস্বীকার করেন আবদুল্লাহ, যা রাজনৈতিক মহলে একপ্রকার চাপ সৃষ্টির কৌশল হিসেবেই দেখা হচ্ছে, যাতে সংশ্লিষ্ট বিধায়কেরা নিজেরাই সামনে আসেন ও ব্যাখ্যা দেন।
ওমর স্পষ্টভাবে জানান, ন্যাশনাল কনফারেন্সের (National Conference) কোনও বিধায়ক এই বিশ্বাসঘাতকতায় যুক্ত নন এবং কংগ্রেসের সমর্থনের জন্য তিনি প্রকাশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর বক্তব্য থেকে পরিষ্কার, ক্রস-ভোটিংয়ে কংগ্রেসের ভূমিকা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে পিপলস ডেমোক্রেটিক পার্টির (PDP) সমর্থন প্রসঙ্গে তিনি কিছুটা দ্ব্যর্থক অবস্থান নেন এবং ইঙ্গিত দেন যে, তাঁর দলের সঙ্গে ঘনিষ্ঠ কয়েকজন নির্দল বিধায়ক হয়তো শেষ মুহূর্তে মুখ ফিরিয়েছেন।
অন্যদিকে, ন্যাশনাল কনফারেন্সের সভাপতি তথা ওমরের পিতা ফারুক আবদুল্লাহ (Farooq Abdullah) ভিন্ন সুরে বলেন, “কংগ্রেস, পিডিপি এবং নির্দলদের সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। নির্বাচনে এমন ক্রস-ভোটিং মাঝে মাঝে ঘটে, এটা অস্বাভাবিক নয়।”
উল্লেখযোগ্যভাবে, শুক্রবারের ভোটে ন্যাশনাল কনফারেন্স চারটির মধ্যে তিনটি রাজ্যসভা আসন জিতেছে। কিন্তু ইন্ডিয়া জোটের (INDIA alliance) সহযোগী দলগুলির সঙ্গে সমন্বয় থাকা সত্ত্বেও প্রত্যাশিত ফল মেলেনি। চতুর্থ আসনটি জিতে নিয়েছে বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফলাফল হয়েছে কিছু ইন্ডিয়া জোটের সদস্য বা নির্দল বিধায়কের ক্রস-ভোটিংয়ের কারণেই, যারা আগে ন্যাশনাল কনফারেন্সকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছিলেন।