রাশিয়ার থেকে তেল কেনা কমাচ্ছে ভারত, আবারও দাবি ট্রাম্পের

October 26, 2025 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪.৫০: আবারও বিস্ফোরক দাবি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) নয়া দাবি, রাশিয়ার কাছ থেকে তেল কেনা কমিয়ে দিচ্ছে ভারত। রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারত এবং চীনের উপর বেজায় ক্ষিপ্ত ট্রাম্প। যার জেরে ভারতীয় পণ্যের ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন তিনি।

রাশিয়ার দুই বৃহত্তম তেলশোধক সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। সেই কারণে নাকি ভারত রাশিয়ার থেকে তেল কেনার পরিমাণ কমিয়েছে, এমনই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার তেল কেনা প্রসঙ্গে ভারত এবং চীনের অবস্থান নিয়ে প্রশ্ন করা হয় ট্রাম্পকে। ট্রাম্প জানান, মার্কিন নিষেধাজ্ঞার পর ভারত রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দিয়েছে। তাঁর আরও দাবি, ইতিমধ্যেই নাকি রাশিয়া থেকে তেল আমদানি কমাতে শুরু করেছে বেজিংও!

বিগত দুই সপ্তাহ ধরে ট্রাম্প বার বার দাবি করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) নাকি তাঁকে আশ্বস্ত করেছেন যে, ভারত ধীরে ধীরে রাশিয়ার থেকে তেল কেনার পরিমাণ কমিয়ে দেবে। ট্রাম্পের দাবিকে মান্যতা দেয়নি ভারত সরকার। জানানো হয়েছে, দেশের স্বার্থে নয়া দিল্লি সিদ্ধান্ত নেবে।রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ থামাতে নানা পদক্ষেপ করেছেন ট্রাম্প। ফল মেলেনি। সম্প্রতি ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকে বসার কথা ছিল। তা বাতিল হয়েছে। যুদ্ধ থামা বিশ বাঁও জলে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen