সোমে সাংবাদিক সম্মেলন নির্বাচন কমিশনের, বঙ্গে SIR-র দিনক্ষণ ঘোষণা?

October 26, 2025 | < 1 min read
Published by: Ritam
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৫৬: সোমবারই কি বাংলায় SIR শুরুর দিনক্ষণ ঘোষণা হবে? জল্পনা ছিলই। এবার তা আরও বৃদ্ধি পেল। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আগামীকাল অর্থাৎ সোমবার বিকেল ৪টে ১৫ মিনিটে দিল্লির নির্বাচন সদন থেকে সাংবাদিক বৈঠক করবেন কমিশনের (Election Commission of India) কর্তারা। মনে করা হচ্ছে, বাংলা সহ একাধিক রাজ্যে SIR-র সূচি ঘোষণা হতে পারে সোমবারের সাংবাদিক বৈঠক থেকে।

বিগত কয়েকদিন ধরে জল্পনা চলছিল, ১ নভেম্বর থেকে বাংলায় SIR শুরু হতে পারে। ২০২৬ সালে বাংলা সহ আরও পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। সূত্রের খবর, ভোটমুখী পাঁচ রাজ্যের পাশাপাশি আরও দশটি রাজ্যে চালু হতে পারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। এই আবহে রবিবার বিকেলে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে নির্বাচন কমিশন জানাল, সোমবার বিকেল ৪টে ১৫ মিনিটে দিল্লির নির্বাচন সদনে সাংবাদিক বৈঠক হবে। তাতে উসকে উঠল জল্পনা, তবে কি সোমবারই SIR-র দিনক্ষণ ঘোষণা হবে?

SIR-র বিজ্ঞপ্তি জারি হলে সর্বদলীয় বৈঠক ডাকবে কমিশন। রাজ্যস্তরের পাশাপাশি জেলাস্তরেও বৈঠক হবে বলে জানা গিয়েছে। জেলাস্তরে জেলাশাসকেরা বৈঠক করবেন। রাজ্যস্তরে মুখ্য নির্বাচনী আধিকারীক বৈঠক করবেন। দুই স্তরের বৈঠকের যাবতীয় রিপোর্ট পাঠাতে হবে দিল্লিতে। অন্যদিকে, SIR-র জন্য কী কী নথি লাগবে তাও জানিয়ে দেওয়া হবে বিজ্ঞপ্তিতে। প্রায় তিন মাস ধরে চলবে গোটা প্রক্রিয়া।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen