চক্ররেলে যাতায়াত করেন? ছট পুজোয় সংক্ষিপ্ত হচ্ছে রুট, বাতিল একাধিক লোকাল! রইল UPDATE

October 26, 2025 | < 1 min read

Authored By:

Ritam Ritam
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৪৩: ছট পুজো হল সূর্য দেবতা এবং দেবী ষষ্ঠীর আরাধনা যা মূলত বিহারী ও অবাঙালিদের উৎসব। আগামী সোমবার এবং মঙ্গলবার রয়েছে ছটপুজো। বহু মানুষ গঙ্গায় নেমে পুজো সারবেন। নিরাপত্তার কথা মাথায় রেখে চক্ররেলের পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে পুজোর দিনগুলি। বিজ্ঞপ্তি দিয়ে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন জানিয়েছে, আগামী দু’দিন চক্ররেলের একাধিক ট্রেনের গতিপথ বদল করা হয়েছে। বেশ কিছু ট্রেনও বাতিল করা হয়েছে। 

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৭ অক্টোবর অর্থাৎ সোমবার চক্ররেলের একাধিক লোকাল ট্রেন কলকাতা স্টেশন পর্যন্ত চালানো হবে। বেশ কিছু ট্রেন চালবে কলকাতা স্টেশন থেকে। বেশ কিছু লোকাল ঘুরপথে চালানো হবে। ৯টি লোকাল বাতিল করা হয়েছে। মঙ্গলবারও চক্ররেলের একাধিক লোকাল নিয়ন্ত্রণ করা হবে। বেশ কিছু ট্রেনকে ঘুরপথেও চালানো হবে।

চক্ররেলের বাগবাজার, শোভাবাজার, বড়বাজার, ইডেন গার্ডেন্স, প্রিন্সেপ ঘাট স্টেশনগুলি গঙ্গার পাড় সংলগ্ন এলাকায় অবস্থিত। অফিস যাত্রীরা চক্ররেল পথ ব্যবহার করেন। আগামী সোমবার এবং মঙ্গলবার চক্ররেল নিয়ন্ত্রণের ফলে নিত্যযাত্রীদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen