চক্ররেলে যাতায়াত করেন? ছট পুজোয় সংক্ষিপ্ত হচ্ছে রুট, বাতিল একাধিক লোকাল! রইল UPDATE
October 26, 2025
|
< 1 min read
Authored By:

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৭ অক্টোবর অর্থাৎ সোমবার চক্ররেলের একাধিক লোকাল ট্রেন কলকাতা স্টেশন পর্যন্ত চালানো হবে। বেশ কিছু ট্রেন চালবে কলকাতা স্টেশন থেকে। বেশ কিছু লোকাল ঘুরপথে চালানো হবে। ৯টি লোকাল বাতিল করা হয়েছে। মঙ্গলবারও চক্ররেলের একাধিক লোকাল নিয়ন্ত্রণ করা হবে। বেশ কিছু ট্রেনকে ঘুরপথেও চালানো হবে।
চক্ররেলের বাগবাজার, শোভাবাজার, বড়বাজার, ইডেন গার্ডেন্স, প্রিন্সেপ ঘাট স্টেশনগুলি গঙ্গার পাড় সংলগ্ন এলাকায় অবস্থিত। অফিস যাত্রীরা চক্ররেল পথ ব্যবহার করেন। আগামী সোমবার এবং মঙ্গলবার চক্ররেল নিয়ন্ত্রণের ফলে নিত্যযাত্রীদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হবে।