ছট পুজোয় বন্ধ রাখতে মাছ, মাংসের দোকান! অন্ডালে নিদান দিয়ে বিতর্কে BJP

October 26, 2025 | < 1 min read
Published by: Ritam
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:০০: একের পর এক ধর্মীয় উৎসবে, নানান রাজ্যে বিজেপি মাংস, মাছ না-খাওয়ার, আমিষ খাবারের দোকান বন্ধ রাখার নিদান দেয়। তুঙ্গে ওঠে বিতর্ক। এবার ছট পুজোর সময়ও মাছ, মাংস-সহ আমিষ খাবারের দোকান বন্ধ রাখার নিদান দিয়েছে বিজেপি। এ ঘটনা ঘটেছে খোদ বাংলায়, পশ্চিম বর্ধমানের অন্ডালে। তৃণমূলের অভিযোগ, বিজেপি ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করছে।

ছট পুজো চলাকালীন ২৬ ও ২৭ অক্টোবর অন্ডাল সাউথ বাজারে মাংস-সহ আমিষ খাবারের দোকান বন্ধ রাখতে হবে, এমন মর্মে দোকানদারদের কার্যত হুমুক জারি করে বিজেপির স্থানীয় নেতা-কর্মীরা। অভিযোগ, জেলা বিজেপির প্যাডে লেখা এমন একটি নির্দেশ পোস্ট করা হয় সমাজ মাধ্যমে। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, শনিবার কয়েকজন বিজেপি কর্মী দোকানে গিয়ে দু’দিন মাংসর দোকান বন্ধ রাখতে হবে বলে জানান।

রবিবার এমন নির্দেশের কথা প্রকাশ্যে আসতে তুঙ্গে উঠেছে বিতর্ক। তৃণমূলের তরুণ তুর্কি নেতা দেবাংশু ভট্টাচার্য সমাজ মাধ্যমে জানান, ‘‘রানীগঞ্জে বিজেপি ফতোয়া দিয়েছে, ছট পুজোর দিন মাছ মাংস বিক্রি করা যাবে না! এদের ক্ষমতা বাড়লে গোটা রাজ্যেই মাছ মাংস বন্ধ হবে!’’

তৃণমূলের জেলা নেতৃত্বের বক্তব্য, ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ। দেশে কে কী খাবে, কে কোন পোশাক পরবে এটা তাদের নিজস্ব ব্যাপার। বিজেপি সব বিষয় নিয়ন্ত্রণ করতে চাইছে। এটা বাংলা এখানে এইসব বরদাস্ত করা হবে না। বিজেপি নেতাদের কথায়, এই সময়ে ছটের ব্রতীরা ফল-সহ অন্য জিনিস কিনতে আসেন বাজারে। ধর্মীয় পবিত্রতা রক্ষার কারণেই দু’দিন দোকান বন্ধ রাখতে বলা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen