শ্রেয়স আইয়ারের চোটে চিন্তায় ভারতীয় ক্রিকেট! তাঁর মাঠে ফেরা এখন বিশ বাও জলে

October 28, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১২:১৬: ভারতের ওয়ানডে সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ার ফের গুরুতর চোটের কবলে পরেছেন, যখন সবকিছু আবার স্বাভাবিক ছন্দে ফিরছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে তৃতীয় ওয়ানডে চলাকালীন এক দুরন্ত ক্যাচ নিতে গিয়ে বুকের পাঁজরে গুরুতর আঘাত পান তিনি। প্রথমে যা শুধু ব্যথার মতো মনে হয়েছিল, সেটিই পরে পরিণত হয় জীবনের অন্যতম ভয়ঙ্কর চোটে।

ক্যারি’র শট থেকে অসাধারণ ক্যাচটি নেওয়ার পর ড্রেসিংরুমে ফিরে হঠাৎই অজ্ঞান হয়ে পড়েন আইয়ার। তাঁর গুরুত্বপূর্ণ শরীরচিহ্ন (vitals) নেমে যায় বিপজ্জনক স্তরে। সঙ্গে সঙ্গে দলীয় চিকিৎসকরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। স্ক্যানের পর জানা যায়, তাঁর প্লীহায় (spleen) কাটা ও অভ্যন্তরীণ রক্তপাত হয়েছে। এরপরই তাঁকে আইসিইউ-তে ভর্তি করা হয়।

বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, “অবস্থা স্থিতিশীল হলেও পরিস্থিতি মারাত্মক হতে পারত। দ্রুত চিকিৎসার কারণেই বিপদ এড়ানো গেছে।” চিকিৎসকেরা জানিয়েছেন, অন্তত এক সপ্তাহ তাঁকে সিডনির হাসপাতালে থাকতে হবে, আর পুরোপুরি সেরে উঠতে সময় লাগতে পারে দুই থেকে তিন মাস। ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ এবং জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচগুলোও তাঁকে মিস করতে হতে পারে।

গত দুই বছর ধরে ভারতের ওয়ানডে ব্যাটিং লাইনআপে চার নম্বরে অন্যতম নির্ভরযোগ্য নাম শ্রেয়স আইয়ার। ২০২২ থেকে এ পর্যন্ত তিনি প্রায় ১৪৩০ রান করেছেন গড়ে ৫৫ ও প্রায় ১০০ স্ট্রাইক রেটে—যা ভারতীয় দলের জন্য অমূল্য সম্পদ। তাঁর অনুপস্থিতি নিঃসন্দেহে মধ্যক্রমে বড় ফাঁক তৈরি করবে।

চিকিৎসকরা আশাবাদী “সে শক্ত মনের ছেলে, ধীরে ধীরে সুস্থ হয়ে ফিরবে” তবে আপাতত ভারতীয় ক্রিকেটে বড় এক শূন্যতা রেখে গিয়েছেন শ্রেয়স আইয়ার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen