শরীর দিলে তবেই মাঠে নামব, বিশ্বকাপ নিয়ে স্পষ্ট বার্তা মেসির

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১৩:২০: ফুটবল বিশ্বের পরিচিত নাম লিওনেল মেসি আবারও আলোচনায়। ৩৮ বছর বয়সেও তাঁর চোখে একই উজ্জ্বলতা,আরও একবার বিশ্বকাপের মঞ্চে নেমে দেশের জার্সিতে খেলবেন কিনা, সেই সিদ্ধান্ত এখনও মনের মধ্যে লড়াই করছে। এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, আগামী বছর ইন্টার মায়ামির সঙ্গে প্রি-সিজন শুরু হলে শরীর কেমন সাড়া দিচ্ছে, সেটাই হবে তাঁর বড় পরীক্ষার মাপকাঠি।
মেসি বলেন,“বিশ্বকাপে খেলা মানে এক অসাধারণ অনুভূতি। আমি সত্যিই আবারও সেই অভিজ্ঞতা পেতে চাই। কিন্তু সেটা তখনই সম্ভব, যখন আমি সম্পূর্ণ সুস্থ, ফিট এবং দলের জন্য কার্যকর হতে পারব।”
মেসি বলেন,২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো এই মহাতারকা জানালেন, তিনি আবারও সেই গৌরব রক্ষা করতে চান। “আমরা আগের বিশ্বকাপ জিতেছি, তাই সেটি মাঠে নেমে আবার রক্ষা করার সুযোগ পাওয়া দারুণ এক বিষয় হবে,”
২০০৪ সালে পেশাদার ফুটবলে অভিষেক হয় তাঁর। বার্সেলোনার হয়ে কিংবদন্তি হয়ে ওঠার পর ২০২১ সালে যোগ দেন পিএসজি-তে। ২০২৩ সালে নতুন অধ্যায় শুরু হয় যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে, ইন্টার মায়ামির হয়ে। এখন মেসির দ্বিতীয় ঘর মায়ামি, যাকে তিনি বলেছেন, “একটি শহর যেখানে জীবন উপভোগ করা যায়, শান্তিতে থাকা যায়, আর পরিবারকে সময় দেওয়া যায়।”
এখন পর্যন্ত ১৯৫ ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে ১১৪ গোল করেছেন মেসি। তিনি জানেন—আরও একবার বিশ্বকাপে নামা মানে শুধু নিজের নয়, কোটি আর্জেন্টাইন সমর্থকের স্বপ্ন ছোঁয়া। বয়স বাড়লেও মেসির সেই আগ্রহ, আবেগ এবং জাতীয় দলের প্রতি দায়বদ্ধতা আজও অটুট।