MNREGA: সুপ্রিম রায় মিলতেই একশো দিনের কাজ দ্রুত শুরুর উদ্যোগে হাইকোর্টে রাজ্য

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১৪:১৯: সোমবার সুপ্রিম কোর্টে ১০০ দিনের কাজ সংক্রান্ত মামলায় বড় জয় হয়েছে রাজ্যের। শীর্ষ আদালত জানিয়েছে, বকেয়া টাকা কেন্দ্রকে দিতেই হবে। পাশাপাশি দরিদ্র মানুষের আর্থিক অবস্থা সচল রাখতে কাজও দিতে হবে। তিন বছরের বেশি সময় ধরে বন্ধ থাকা MNREGA প্রকল্প চালু হওয়ার মুখে। বাধা হয়ে দাঁড়িয়েছে ১০০ দিনের কাজ সংক্রান্ত বেশ কয়েকটি মামলা। যেগুলি এখনও কলকাতা হাই কোর্টে (Calcutta HC) বিচারাধীন। সেসব মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে আবেদন জানাল রাজ্য।
দ্রুত শুনানির জন্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে রাজ্যের তরফে। আগামী ৭ নভেম্বর মামলার শুনানির সম্ভাবনা। এই মামলাগুলি মিটলেই একশো দিনের কাজের টাকা ছাড়া হবে।
১০০ দিনের কাজের বকেয়া আদায়ের জন্য দীর্ঘদিন ধরে লড়াই করছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। নাগাড়ে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ২০২৩ সালের অক্টোবরে দিল্লির কৃষি ভবন অভিযান করেন তৃণমূল সাংসদরা। নেতৃত্বে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজ করেও টাকা না পাওয়া শ্রমিক, কৃষকরা প্রতিবাদে সামিল হয়। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী সঙ্গে দেখা করার কথা ছিল তাঁদের। মন্ত্রীর বদলে প্রতিমন্ত্রী সাক্ষাৎ করে কথা বলবেন বলে জানানো হয়। দিল্লির কৃষি ভবনে নজিরবিহীন আচরণ হয় তাঁদের সঙ্গে। সাংসদদের টেনেহিঁচড়ে বের করে দেয় দিল্লি পুলিশ। অবশেষে সোমবার সুপ্রিম রায়ে বড় জয় হয়েছে রাজ্যের।