Ranji Trophy: গুজরাত বধ! শামি, শাহবাজের আগুনে বোলিংয়ে ছয় পয়েন্ট বাংলার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১৪:৫৪: রঞ্জি ট্রফিতে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেল বাংলা। গুজরাতেকে ১৪১ রানে হারিয়ে ফের ৬ পয়েন্ট ঘরে তুলল বাংলা। আগুনে বোলিংয়ে ম্যাচে রঙ বদলে দিলেন মহম্মদ শামি (Mohammad Shami)। প্রথম ম্যাচে ৭ উইকেট তোলার পর দ্বিতীয় ম্যাচে গুজরাতের বিরুদ্ধে ৮ উইকেট তুললেন ভারতের তারকা পেসার। কামব্যাকে ৯ উইকেট পেলেন শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed)।
প্রথম ইনিংসে ইডেনে বাংলা ২৭৯ রান করে। হাফ সেঞ্চুরি করেন তিন ব্যাটার। সুমন্ত গুপ্ত ৬৩ (১১৫), সুদীপ ঘরামী ৫৬ (৯০) এবং অভিষেক পোড়েল ৫১ (৭১)। জবাবে ১৬৭ রানেই গুটিয়ে যায় গুজরাত। শাহবাজ আহমেদ ৬ উইকেট এবং মহাম্মদ শামি ৩ উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসে বাংলা আট উইকেট হারিয়ে ২১৪ রান করে। অর্ধশত রান করেন অনুষ্টুপ মজুমদার ৫৮ (৯১) এবং সুদীপ ঘরামী ৫৪ (৯৩)। মঙ্গলবার ১৮৫ রানেই গুটিয়ে যায় গুজরাত। পাঁচটি উইকেট নেন শামি। তিনটি উইকেট নেন শাহবাজ। সরাসরি জয় মেলায় ছয় পয়েন্ট পেল বাংলা। টানা দুই ম্যাচ জিতে বাংলার পয়েন্ট এখন ১২।