NRC আতঙ্কে খড়দহে প্রৌঢ়ের আত্মহত্যা, বিজেপিকে কড়া আক্রমণ মমতার

October 28, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১৬:১৬: রাজ্যে ফের NRC আতঙ্কে আত্মহত্যা! খড়দহের ৪ মহাজ্যোতি নগর, ওয়ার্ড নম্বর ৯-এর বাসিন্দা ৫৭ বছর বয়সি প্রদীপ কর (Pradeep Kar) আত্মঘাতী হয়েছেন বলে জানা গেছে। মৃত্যুর আগে তিনি একটি চিরকুট রেখে গিয়েছেন, যেখানে লেখা ছিল- “আমার মৃত্যুর জন্য দায়ী NRC।” জানা গিয়েছে, এনআরসি (NRC) হলে বাংলাদেশে পাঠানো হবে বলে আতঙ্কে ভুগছিলেন। সেই আতঙ্কের জেরে আত্মহত্যার সিদ্ধান্ত নেন ওই প্রৌঢ়।

এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার দুপুরে এক্স (X)-এ পোস্ট করে তিনি লেখেন, “৫৭ বছর বয়সি প্রদীপ কর আত্মহত্যা করেছেন। তাঁর রেখে যাওয়া চিরকুটে লেখা, ‘NRC is responsible for my death.’ বিজেপির ভয় এবং বিভেদের রাজনীতির এর চেয়ে বড় প্রমাণ আর কী হতে পারে?”

মুখ্যমন্ত্রী আরও লেখেন, “বছরের পর বছর বিজেপি সাধারণ নাগরিকদের মধ্যে NRC-র নামে ভয় ছড়িয়ে মিথ্যে প্রচার চালিয়েছে, নিরাপত্তাহীনতাকে ভোটের অস্ত্র বানিয়েছে। গণতন্ত্রকে কায়দা করে এক ভয়ানক আইনশাসনে পরিণত করেছে, যেখানে মানুষ নিজের অস্তিত্ব নিয়েই সন্দিহান হয়ে পড়ছে।”

মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে (BJP) সরাসরি দায়ী করে বলেন, “এই মৃত্যু বিজেপির বিষাক্ত প্রচারের সরাসরি ফল। দিল্লিতে বসে যারা দেশপ্রেমের বুলি আওড়ায়, তারাই সাধারণ মানুষকে এমন হতাশার মুখে ঠেলে দিচ্ছে যে, নিজের দেশেই বিদেশি হয়ে যাওয়ার ভয় পাচ্ছে তারা।”

তিনি কেন্দ্রীয় সরকারের কাছে স্পষ্ট ভাষায় দাবি জানিয়েছেন, “এই হৃদয়হীন খেলা এখনই বন্ধ করতে হবে। বাংলায় NRC কোনওদিনই হবে না। মা-মাটি-মানুষের মর্যাদা ও অধিকার রক্ষায় আমরা শেষ পর্যন্ত লড়ব। দিল্লির জমিদাররা এটা ভালো করে শুনে রাখুক- বাংলা প্রতিরোধ করবে, বাংলা রক্ষা করবে, বাংলা জয়ী হবে।”

প্রদীপ করের মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় শোকের ছায়া। বিজেপি নেতৃত্বের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen