জ্ঞানেশ কুমারের মেয়ে-জামাইয়ের বদলি, BJP-র সঙ্গে আঁতাতে ‘ভয়ংকর মিশন’ – বিস্ফোরক অভিযোগ অভিষেকের

October 29, 2025 | 2 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪.১০: নির্বাচন কমিশনের সদ্য ঘোষিত এসআইআর (SIR) নিয়ে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এক বিস্ফোরক অভিযোগ তুললেন। তাঁর দাবি, বিজেপির (BJP) সঙ্গে আঁতাতে ‘ভয়ংকর মিশন’ চালাচ্ছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। সেই মিশনে ব্যবহার করা হচ্ছে তাঁর পরিবারকেও।

মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে অভিষেক বলেন, “জ্ঞানেশ কুমার একটি মিশন নিয়ে এগোচ্ছেন। আর সেই মিশন হল দেশকে ধ্বংস করা।” তিনি অভিযোগ করেন, এসআইআর (SIR) আসলে এনআরসির (NRC) ‘পিছনের দরজা’। তাঁর দাবি, এই প্রক্রিয়ার মাধ্যমে পরিকল্পিতভাবে বহু ভোটারকে তালিকা (Voter List) থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে।

অভিষেকের প্রশ্ন, “যখন কমিশন এসআইআর ঘোষণা করছে, তখনই কীভাবে জ্ঞানেশ কুমারের মেয়ে ও জামাইকে বিজেপি শাসিত রাজ্যে জেলাশাসক পদে বদলি করা হল?” তিনি জানান, এসআইআর ঘোষণার চারদিন পর, ২৮ জুন, মেধা রূপমকে নয়ডার ডিএম (DM) করা হয়। আর ২৫ জুন, অর্থাৎ এসআইআর নোটিফিকেশনের ঠিক আগের দিন, মণীশ বনশলকে সাহারনপুরের ডিএম পদে নিয়োগ করা হয়।

তৃণমূল সাংসদের (TMC MP) প্রশ্ন, “এটা কি নিছক কাকতালীয়? নাকি এর পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র?” তাঁর দাবি, “যখন আপনি নিজের পরিবারের সদস্যদের বিজেপি রাজ্যে পাঠাচ্ছেন, তখন এটা স্পষ্ট যে আপনি একটি বড় মিশনে রয়েছেন।”

তিনি আরও বলেন, “আগে ভোটাররা সরকার নির্বাচন করত। এখন সরকার ভোটারদের বেছে নিচ্ছে।” অভিষেকের মতে, এসআইআর মানে ‘সাইলেন্ট ইনভিজিবল রিগিং’ (Silent Invisible Rigging) অর্থাৎ চুপিচুপি ভোটে কারচুপি। তিনি প্রশ্ন তোলেন, “আগে এই প্রক্রিয়ায় সময় লেগেছিল ২ বছর। এবার ২ মাসে শেষ হবে কীভাবে?” এছাড়াও অভিষেক জ্ঞানেশ কুমারকে সতর্ক করে বলেন, ‘’আমি সাংসদ হিসেবে জ্ঞানেশ বাবুকে ওয়ার্নিং দেব যে একদিন না একদিন সরকার ঠিক বদলাবে। আপনি দেশ ছেড়ে পালিয়ে যাবেন না।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen