যত কান্ড বীরভূমেই! ভোটার তালিকায় নরেন্দ্র মোদী, বড়দির নাম মমতা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০০: বীরভূমের দুবরাজপুরের ভোটার নরেন্দ্র মোদী, বড়দির নাম মমতা। হঠাৎ শুনে অবাক লাগছে, তাই না? কিন্তু বাস্তবেই বীরভূমের দুবরাজপুর শহরের ১৩ নম্বর ওয়ার্ডে ভোটার হিসেবে নাম উঠেছে নরেন্দ্র মোদীর (Narendra Modi) এবং তাঁর বড় দিদির নাম মমতা (Mamata)। তবে এই নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী নন, বরং পেশায় একজন ব্যবসায়ী এবং বহু বছর ধরে দুবরাজপুরের (Dubrajpur) কাছারিপাড়ার বাসিন্দা।
একরাশ বিস্ময়ের ঘোর কাটিয়ে এই নরেন্দ্র মোদী জানান, তাঁর পরিবার বহু প্রজন্ম আগে রাজস্থান (Rajasthan) থেকে পশ্চিমবঙ্গে (West Bengal) চলে আসে। বর্তমানে তিনি স্থানীয়ভাবে ‘মুন্না’ নামেই পরিচিত। এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা তাঁকে এই নামেই ডাকেন। তবে সরকারি কাগজপত্রে নাম বলতে গেলে তখনই চমক লাগে।
নরেন্দ্র বলেন, “এই যেমন ডাক্তার দেখাতে গিয়েছিলাম আসানসোলে। নাম বলতেই সবাই বলে উঠলেন ওরে বাবা! নরেন্দ্র মোদী চলে এসেছে। আমার নাম শুনলে সবাই চমকে যায়। সবাইকে বলি, আমি প্রধানমন্ত্রী নই। একেবারে সাধারণ মানুষ।”
তাঁর বড় দিদির নাম মমতা, এই তথ্যেও নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। যদিও তিনি স্পষ্ট করে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নন, আমার দিদি মমতা মোদী (Mamata Modi) ।”
দুবরাজপুরের শিশু বিদ্যাপীঠ স্কুলের বুথে বহু বছর ধরেই ভোট দিয়ে আসছেন তিনি। তবে এতদিন পর্যন্ত সংবাদমাধ্যমের নজরে আসেননি। এবার ভোটার তালিকায় তাঁর নাম দেখে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।