Bangladesh: ২৬শের নির্বাচনে ‘নিষিদ্ধ’ আওয়ামি লিগ সমর্থকদের ভোট না দেওয়ার আহ্বান শেখ হাসিনার

October 29, 2025 | < 1 min read
Published by: Saikat

New Delhi gives green signal for Awami League leaders to meet Hasina

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৩০:  বাংলাদেশে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তবে সেই নির্বাচনে অংশ নেবে না প্রাক্তন শাসক দল আওয়ামি লিগ (Awami League), এমনটাই ঘোষণা করলেন দলনেত্রী ও প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina), যিনি বর্তমানে নয়াদিল্লিতে নির্বাসিত অবস্থায় রয়েছেন।

এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা বলেন, “লক্ষ লক্ষ মানুষ আওয়ামি লিগকে সমর্থন করেন। বর্তমান পরিস্থিতিতে তাঁরা ভোট দেবেন না। গণতন্ত্রে এত মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা যায় না।” তাঁর দাবি, নির্বাচনের বৈধতা তখনই থাকবে, যখন সব রাজনৈতিক দল অংশ নিতে পারবে। কিন্তু আওয়ামি লিগকে বাদ দিয়ে নির্বাচন হলে, সেই সরকারের মেয়াদে তিনি বাংলাদেশে ফিরবেন না।

২০২৪ সালের আগস্টে ছাত্র আন্দোলনের জেরে হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে (Bangladesh) গঠিত হয় অন্তর্বর্তী সরকার, যার নেতৃত্বে রয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস (Muhammad Yunus)। তাঁর নেতৃত্বে আওয়ামি লিগের রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, ফলে দলটি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।

বাংলাদেশে ১২ কোটি ৬০ লক্ষের বেশি ভোটার। দীর্ঘদিন ধরে আওয়ামি লিগ (Awami League) ও বিএনপি (BNP) দেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করে এসেছে। নির্বাচনের আগে আওয়ামি লিগের নিষিদ্ধ হওয়া এবং হাসিনার বয়কটের ডাক ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।

হাসিনা জানিয়েছেন, তাঁর সমর্থকদের তিনি অন্য কোনও দলকে ভোট দেওয়ার আহ্বান জানাবেন না। তবে দল নিষিদ্ধ হলেও বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্ত কর্মসূচি চালিয়ে যাচ্ছে আওয়ামি লিগ, যা স্পষ্ট করে দেয়, তারা এখনও লড়াইয়ের ময়দান ছাড়তে নারাজ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen