Kolkata Metro: আবারও মেট্রো বিভ্রাট! দমদম থেকে শোভাবাজার পর্যন্ত বন্ধ পরিষেবা
Authored By:

আজ সকালেও একই ঘটনার পুনরাবৃত্তি হল। আজ ৮টা ১৫ নাগাদ দমদম স্টেশনে ঘোষণা করা হয়, অর্নিবার্য কারণে আপ ও ডাউন লাইনে বন্ধ পরিষেবা। স্কুল ও অফিস টাইম হওয়ায় ভিড় বাড়তে থাকে। বিকল্প পথে গন্তব্যে রওনা কেউ কেউ। কিছুক্ষণের মধ্যে আংশিকভাবে চালু হয় মেট্রো পরিষেবা। আপাতত গিরিশ পার্ক থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলছে বলেই খবর। অত্যন্ত ধীর গতিতে চলছে মেট্রো। প্রায় প্রতি স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়াচ্ছে মেট্রো। নাজেহাল হচ্ছেন যাত্রীরা। মেট্রো পরিষেবা দ্রুত স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে।
বিগত কয়েকমাসে মেট্রো বিভ্রাট নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। কোনও না কোনও সমস্যা দেখা দিচ্ছে প্রতিদিন। দীর্ঘক্ষণ বন্ধ থাকছে মেট্রো চলাচল। কখনও আংশিকভাবে চলছে মেট্রো। সময় মিলছে না মেট্রো। যার জেরে ভিড়ে দমবন্ধ অবস্থা হচ্ছে যাত্রীদের।