BJP-র কার্যালয়ে বিজয়া সম্মিলনীর আয়োজন দিলীপের! অভিমানের পালা কি সাঙ্গ হল?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৪৬: দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। বাংলার রাজনীতির পারদ চড়ছে। এই আবহে দিলীপ ঘোষ কি Comeback করছেন? বিজেপির অন্দরের খবর, বরফ নাকি গলেছে। আগামীকাল, শনিবার বিজয়া সম্মিলনীর আয়োজন করছেন দিলীপ ঘোষ। বিজেপির পুরনো কার্যালয়, ৬ নম্বর মুরলীধর সেন লেনে হবে বিজয়া সম্মিলনী।
বঙ্গ বিজেপির সবচেয়ে সফল সভাপতি দিলীপ এখন যেন বনবাসে আছে। বিজেপি-তে প্রায় এক ঘরে আছেন দিলীপ। আসন বদল, ভোটে হার তারপর বিয়ে এবং জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গিয়ে মমতার সঙ্গে সাক্ষাৎ…ক্রমশ দূরত্ব বেড়েছে দিলীপ ও বিজেপির। শোনা যায়, শুভেন্দু গোষ্ঠীর সঙ্গে দিলীপের বনে না। তাই নাকি দলে কোণঠাসা দিলীপ। বিজেপির অন্দরের খবর, এতদিন দিলীপ মুরলীধর সেন লেনের অফিসে নাকি ঢুকতে পারতেন না। এমনকি পার্টি অফিসে তাঁর ঘর পর্যন্ত ভেঙে দেওয়া হয়!
কয়েক মাস আগে শমীক ভট্টাচার্য বিজেপির বঙ্গ শাখার সভাপতি হন। তুঙ্গে উঠেছে দলের কমিটির রদবদলের জল্পনা। জানা গিয়েছে, নভেম্বরে নতুন কমিটি ঘোষণা করা হবে। সভাপতি হওয়ার পরই শমীক দিলীপের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে উদ্যোগী হন। বিজয়া সম্মিলনী আয়োজনের খবর প্রকাশ্যে আসতেই মনে করা হচ্ছে, দিলীপ ঘোষকে ফের কোর কমিটিতে নিয়ে আসা হতে পারে।
শমীক ভট্টাচার্য, রাহুল সিনহা সহ বিজেপির প্রায় সব কর্মকর্তাকে আমন্ত্রণ জানানো হয়েছে বিজয়া সম্মিলনীতে। দুপুর তিনটের সময় হবে অনুষ্ঠান। রাজনীতির কারবারিদের মতে, আসন্ন নির্বাচনে দিলীপকে কাজে লাগাতে চান শমীক ভট্টাচার্য। তারই প্রথম পদক্ষেপ হয়তো এই অনুষ্ঠান।