হাসপাতালে ভর্তি ধর্মেন্দ্র, জন্মদিনের আগে হঠাৎ কী হল?

October 31, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:১৮:  বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra) নব্বইয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে। জন্মদিনের আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হওয়ায় উদ্বেগ ছড়িয়েছে অনুরাগীদের মধ্যে। তবে পরিবারের তরফে জানানো হয়েছে, এটি শুধুই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ, গুরুতর কোনও শারীরিক সমস্যা নয়।

ধর্মেন্দ্রর টিমের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, “বয়সজনিত কারণে প্রতি বছরই কিছু মেডিক্যাল টেস্ট করা হয়। এ বারও সেই রুটিন চেকআপের জন্যই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি ভালো আছেন, দারুণ মেজাজে আছেন।” সূত্রের খবর, বেশ কয়েকটি টেস্ট ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং সবই পূর্বনির্ধারিত।

এর আগেও চলতি বছরের এপ্রিল মাসে চোখের অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন ধর্মেন্দ্র। হাসপাতাল থেকে চোখে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় তাঁর ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তখনও তিনি নিজেই অনুরাগীদের আশ্বস্ত করেছিলেন যে তিনি সুস্থ আছেন।

ধর্মেন্দ্রর দুই পুত্র সানি ও ববি দেওল শুটিংয়ের ব্যস্ততার মাঝেও বাবার স্বাস্থ্য সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখছেন বলে জানা গেছে। অভিনেতা নিজেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এবং ফিটনেস নিয়ে যথেষ্ট সচেতন। বর্তমানে তিনি বেশিরভাগ সময় কাটান নিজের ফার্মহাউজে, সেখানকার নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen