SIR in Bengal: প্রশিক্ষণে ধুন্ধুমার পরিস্থিতি! বিক্ষোভে BLO-রা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৪২: রাজ্যে SIR শুরু হয়েছে। BLO-দের প্রশিক্ষণ চলছে। কলকাতা সহ একাধিক জেলায় BLO-দের প্রশিক্ষণে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হল। বিভিন্ন দপ্তরের সরকারি কর্মীরা যাঁরা BLO-র কাজ করবেন, তাঁরা নিজেদের একাধিক দাবিদাওয়া নিয়ে সরব হলেন। উল্লেখ্য, SIR-র প্রস্তুতি পর্ব থেকে বিএলও-দের (BLO) মধ্যে আসন্তোষ দেখা গিয়েছিল।
শিক্ষকদের দাবি, তাঁদের BLO হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু স্কুল কর্তৃপক্ষ সাফ জানিয়েছে, এই সময়ের মধ্যে স্কুল রেজিস্ট্রারে তাঁদের ‘অনুপস্থিত’ হিসাবে দেখানো হবে। এতেই আপত্তি শিক্ষকদের। তাঁদের দাবি, অনুপস্থিত নয়, ‘অন ডিউটি’ হিসেবে চিহ্নিত করতে হবে। ভোটের মতো প্রশিক্ষণ পর্বেও কেন্দ্রীয় নিরাপত্তা দিতে হবে। পর্যাপ্ত নিরাপত্তা না-পেলে কাজ করবেন না বলে হুঁশিয়ারি দিয়েছে অনেকে। শনিবার নজরুল মঞ্চে BLO-দের প্রশিক্ষণ শিবির উত্তপ্ত হয়ে ওঠে। দুর্গাপুরে মহকুমা শাসকের দপ্তরেও একই পরিস্থিতির সৃষ্টি হয়। একযোগে প্রতিবাদ দেখান BLO-রা।
নজরুল মঞ্চে শনিবার প্রশিক্ষণ চলছিল, তখনই BLO-রা বিক্ষোভ দেখাতে শুরু করেন। দাবি করেন, তাঁদের সুরক্ষার বিষয়ে ভাবছে না কমিশন। স্কুলের কাজ সেরে SIR-র কাজ করাটাও সমস্যার বলছেন শিক্ষকরা। অধিকাংশ BLO-দের অভিযোগ, তাঁদের স্কুলে গরহাজির দেখানো হচ্ছে। কমিশন অন্যরকম বললেও পদক্ষেপ করছে না।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে BLO-দের প্রশিক্ষণ শুরু হয়েছে, তা চলবে আগামী সোমবার, অর্থাৎ ৩ নভেম্বর পর্যন্ত। ৩ নভেম্বরের মধ্যে BLO-দের হাতে ফর্ম তুলে দেওয়া হবে। নির্বাচন কমিশনের ঘোষণা মতো, ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি ফর্ম বিলির কাজ শুরু হবে।