Enrique Iglesias: মুম্বইয়ে এনরিকের কনসার্ট থেকে চুরি গেল ২৩ লক্ষ টাকার ফোন!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪.১০: পপ তারকা এনরিকে ইগলেসিয়াসের (Enrique Iglesias) মুম্বই কনসার্টে অন্তত ৭৩টি মোবাইল ফোন চুরি হয়েছে, যার মোট বাজারমূল্য প্রায় ২৩ লক্ষ ৮৫ হাজার টাকা! ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের এমএমআরডিএ (MMRDA) ময়দানে আয়োজিত কনসার্টে।
মুম্বই পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ইতিমধ্যে ৭টি FIR দায়ের করা হয়েছে। অভিযোগকারীদের মধ্যে রয়েছেন এক মেকআপ শিল্পী, হোটেল ব্যবসায়ী, সাংবাদিক, ছাত্রছাত্রী এবং কয়েকজন ব্যবসায়ী। জানা যাচ্ছে, কনসার্টে প্রবেশের ন্যূনতম টিকিটের দামই ছিল ৭০০০ টাকা, ফলে দর্শকদের মধ্যে উপস্থিত ছিলেন মূলত অভিজাত ও মধ্যবিত্ত শ্রেণির মানুষজন।
বিশ্ববিখ্যাত সঙ্গীতশিল্পী এবং গ্র্যামি পুরস্কারজয়ী এনরিকে ইগলেসিয়াস প্রথমবার মুম্বইয়ের আসেন এই অনুষ্ঠানে। তাঁর গাওয়া জনপ্রিয় গান ‘হিরো’ এবং ‘বাইলামোস’ শুনে দর্শকরা মেতে ওঠেন নস্টালজিয়ায় ভরা এক সুরেলি সন্ধ্যায়। প্রায় পঁচিশ হাজার দর্শকের সামনে ৯০ মিনিটের মনোমুগ্ধকর পারফরম্যান্সে তিনি মন্ত্রমুগ্ধ করে রাখেন পুরো ময়দান।
কিন্তু এই উচ্ছ্বাসের মধ্যেই ঘটে চুরির ঘটনাগুলি, যা এখন পুলিশের তদন্তাধীন। কর্মকর্তারা জানিয়েছেন, কনসার্টের ভিড়ের সুযোগ নিয়ে অপরাধীরা পরিকল্পিতভাবে একাধিক দর্শকের মোবাইল ফোন হাতিয়ে নেয়। পুলিশ ইতিমধ্যে CCTV ফুটেজ পরীক্ষা করছে এবং অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছে।