India’s WorldCup Win: হরমনপ্রীত, স্মৃতিদের জয়ে কী বলছেন গাভাস্কার, সচিন, সৌরভরা?

November 3, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১১:০০: ইতিহাস লিখে ফেলেছেন ভারতের মেয়েরা। দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের জন্য মহিলা বিশ্বকাপ জিতলেন হরমনপ্রীতরা। ২০০৫, ২০১৭ সালে যা অধরা থেকে গিয়েছিল, ২০২৫-এ এসে সে স্বপ্নপূরণ হল। দেশের মেয়েরা এখন বিশ্ব চ্যাম্পিয়ন।

সমাজ মাধ্যমজুড়ে উৎসবের আমেজ। “উইমেন ইন ব্লু”-দের উদ্দেশ্যে অভিনন্দন বার্তার প্লাবন। সকলেই তাঁদের কুর্নিশ জানাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন। প্রাক্তন থেকে বর্তমান প্রায় সকলেই অভিনন্দন জানিয়েছেন স্মৃতিদের।

১৯৮৩-র বিশ্বকাপ জয়ী সুনীল গাভাস্কার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, “অসাধারণ একটা জয়। আমাদের মেয়েরা সত্যিই কঠোর পরিশ্রম করেছে। বছরের পর বছর ধরে ওরা প্রবল চাপের মধ্যে ছিল। ফাইনালে পৌঁছেও শেষ সীমা কিছুতেই ভাঙতে পারছিল না। কিন্তু এবার সেই সীমা ভেঙে গিয়েছে। ৫০ রানের বেশি ব্যবধানে জিতেছে ভারত। এই জয় কিন্তু সহজে আসেনি। দক্ষিণ আফ্রিকা খুবই কঠিন একটা দল। গ্রুপ পর্যায়ে ওরাই আমাদের হারিয়েছিল। তবে আমাদের মেয়েরা ফাইনালে জবাব দিল।” তিনি আরও বলেন, “বহু যুগে একবার এমন জয় আসে। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা জয়। সেমিফাইনাল এবং ফাইনালে ভারত যেভাবে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে, তা অকল্পনীয়।”

এক্স হ্যান্ডেলে কিংবদন্তি ভারতীয় ব্যাটার সচিন তেন্ডুকর লিখছেন, “১৯৮৩, একটা প্রজন্মকে স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্নকে তাড়া করতে অনুপ্রাণিত করেছিল। আজ আমাদের মহিলা ক্রিকেট দল সত্যিই অসাধারণ কাজ করেছে। দেশের অসংখ্য কিশোরীকে তাঁরা অনুপ্রাণিত করেছে— ব্যাট ও বল হাতে তুলে নিতে, মাঠে নামতে এবং বিশ্বাস করতে যে তাঁরা একদিন ট্রফি জিততে পারবে। এটি ভারতীয় মহিলা ক্রিকেটের এক ঐতিহাসিক মুহূর্ত। অভিনন্দন, টিম ইন্ডিয়া। তোমরা পুরো দেশকে গর্বিত করেছ।”

প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় মহিলা দলকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমের পাতায় তিনি লিখছেন, “মেয়েদের অসাধারণ সাফল্য! গত ৬ বছরে তাঁরা অনেক দূর এগিয়েছে। তাঁদের নিয়ে গর্বিত…বিশ্ব চ্যাম্পিয়ন।”

দেশকে ২০১১-র বিশ্বকাপ জেতানোর অন্যতম কারিগর যুবরাজ সিং লিখেছেন, “ভারতীয় ক্রিকেটের এক নতুন যুগের সূচনা হল। এই পরিবর্তনের নেপথ্যে রয়েছে আমাদের “উইমেন ইন ব্লু”রা। তাঁদের দৃঢ়তা, সংকল্প আর অনবদ্য দক্ষতাকে ধন্যবাদ। অটুট মানসিকতা আর অদম্য ইচ্ছাশক্তিতে গড়া এই দলটি এমন এক মুহূর্ত তৈরি করেছে, যা পৃথিবী কখনও ভুলবে না। তারা নিজেদের বাজি রেখে লড়েছে এই স্বপ্নের জন্য, আর শেষ পর্যন্ত তা বাস্তব করে দেখিয়েছে।”

মেয়েদের জয় বিরাট কোহলি লিখলেন— “তোমরা আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করবে। ভয়ডরহীন ক্রিকেট খেলে তোমরা গোটা দেশকে গর্বিত করেছ। তোমরা এই সাফল্যের সব প্রশংসার যোগ্য — এই মুহূর্তটা উপভোগ করো পুরোপুরি। দারুণ খেলেছো, হরমন এবং দল। জয় হিন্দ।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen