SIR আতঙ্কে মতুয়াদের অধিকার রক্ষায় পাশে থাকার আশ্বাস মমতার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৫৪: SIR নিয়ে রাজ্যজুড়ে উদ্বেগের আবহে কলকাতার রাজপথে প্রতিবাদী পদযাত্রায় নেমেছে তৃণমূল কংগ্রেস (TMC)। বিজেপির (BJP) বিরুদ্ধে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ তুলে সরব হল রাজ্যের শাসকদল। রাজ্যে প্রাণহানির মতো ঘটনার দায়ও বিজেপির দিকেই ঠেলে দিল তৃণমূল নেতৃত্ব।
ধর্মতলার আম্বেদকর মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে সংবিধানের কপি হাতে মিছিল শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ এই পদযাত্রা পৌঁছায় জোড়াসাঁকো ঠাকুরবাড়ির তোরণ পর্যন্ত। মিছিলে অংশ নেন দলের নেতা, কর্মী, সাংসদ, বিধায়ক, কাউন্সিলর, মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি এবং একঝাঁক টেলি তারকা।
প্রতিবাদ মঞ্চে উঠে মতুয়া সম্প্রদায়ের প্রতি বিশেষ গুরুত্ব দেন তৃণমূল সুপ্রিমো। মঞ্চ থেকে সরাসরি বলেন, “মতুয়া ভাইবোন যাঁরা এসেছেন, সামনে চলে আসুন। আপনারা সামনের সারিতে বসুন।” দলের নেতাদের নির্দেশ দেন, যেন মতুয়াদের একেবারে সামনে নিয়ে আসা হয় এবং তাঁদের কোনও অসুবিধা না হয়। কাউন্সিলরদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে বলেন, “বসে থাকা আপনাদের কাজ নয়। যান পিছনে গিয়ে ভিড় সামলান।”
মতুয়াদের সামনে আসার আহ্বানে কিছুটা বিশৃঙ্খলা তৈরি হলে মমতা সতর্ক করে দেন, “দেখবেন, পদপিষ্টের পরিস্থিতি যেন তৈরি না হয়।” তাঁর বার্তা ছিল স্পষ্ট- SIR আতঙ্কে প্রান্তিক মানুষদের পাশে থাকবে তৃণমূল। তিনি বলেন মতুয়াদের অধিকার রক্ষায় কোনও আপস হবে না।