রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন বিশ্বজয়ী নারীরা, দিল্লিতে কড়া নিরাপত্তা

November 5, 2025 | < 1 min read
Published by: Ritam
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৫০: দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবার মহিলা ক্রিকেট বিশ্বকাপ জিতেছে ভারত। এই ঐতিহাসিক জয়ের পর গোটা দেশজুড়ে উদ্‌যাপনের আবহ। এবার সেই বিশ্বজয়ী মহিলা ব্রিগেডের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)।

সূত্রের খবর, বৃহস্পতিবার দিল্লিতে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন হরমনপ্রীত কৌর(Harmanpreet Kaur), জেমাইমা রডরিগেজ (Jemima Rodriguez) , রিচা ঘোষসহ(Richa Ghosh) গোটা দল। তার আগে বুধবার সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra MOdi) সঙ্গে সাক্ষাৎ করবেন ক্রিকেটাররা।

এই দুই গুরুত্বপূর্ণ সাক্ষাৎকে ঘিরে দিল্লিতে (Delhi) নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করা হয়েছে। মহিলা ক্রিকেটারদের )Women cricketers) ঘিরে উন্মাদনা বাড়ায় রাজধানীর একাধিক জায়গায় নজরদারি বাড়ানো হয়েছে।

চার্টার্ড বিমানে চেপে দিল্লিতে পৌঁছেছে ভারতীয় মহিলা দল (Indian women’s team)। সঙ্গে রয়েছেন দলের কোচ অমল মুজুমদার। দিল্লির তাজ প্যালেস হোটেলে তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে। বিমানবন্দরে পুষ্পবৃষ্টি ও ঢোল-বাদ্য বাজিয়ে ক্রিকেটারদের স্বাগত জানানো হয়।

বিশ্বজয়ের জন্য বিসিসিআই গোটা দলের জন্য ৫১ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছে। কয়েকদিনের মধ্যেই একটি বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন হতে পারে।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় এখনও চূড়ান্ত না হলেও, সূত্রের দাবি অনুযায়ী বৃহস্পতিবারই সেই সম্ভাবনা প্রবল। উল্লেখ্য, ভারত জেতার পর রাষ্ট্রপতি এক্স হ্যান্ডেলে ‘উইমেন ইন ব্লু’-কে শুভেচ্ছা জানিয়েছিলেন। এবার তিনি সামনাসামনি অভিনন্দন জানাবেন হরমনদের।

 

https://x.com/rashtrapatibhvn/status/1985069133994795497

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen