হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ধূপগুড়িতে, SIR আতঙ্কে রাজ্যে মৃত বেড়ে ১৫

November 7, 2025 | < 1 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৩৩: ফের SIR আতঙ্কে মৃত্যু হল রাজ্যে! বাড়িতে BLO উপস্থিত থাকা অবস্থাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ৮০ বছরের এক বৃদ্ধের। মৃতের নাম লালুরাম বর্মন। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির বারোঘরিয়া অঞ্চলের বর্মনপাড়ার ১৭০ নম্বর বুথে।

জানা গিয়েছে, বহু বছর আগে বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে আসা লালুরামের নাম ছিল না ভোটার তালিকায়। SIR শুরু হওয়ার পর থেকেই চূড়ান্ত আতঙ্কের মধ্যে ছিলেন তিনি। যার জেরে মৃত্যু হয়েছে বলে অভিযোগ। জলপাইগুড়ি জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, SIR আতঙ্কেই এই মৃত্যু হয়েছে। SIR নিয়ে গোটা রাজ্যের মানুষ আতঙ্কিত।

মৃতের পরিবারের সদস্যদের মতে, SIR আতঙ্কেই মৃত্যু হয়েছে লালুরাম বর্মনের। বহুবছর আগে বাংলাদেশ থেকে এসেছিলেন তিনি। আধার কার্ড ছিল। কিন্তু অনেক চেষ্টা করেও ভোটার তালিকায় নাম তুলতে পারেননি। SIR নিয়ে উদ্বিগ্ন ছিলেন। সবসময় ভয়ে ভয়ে থাকতেন। বৃহস্পতিবার বিকেলে বাড়িতে BLO এসেছে শুনে হৃদরোগে আক্রান্ত হন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen