জোটেনি থালা: কাগজের ওপর মিড-ডে মিল পাচ্ছে বিজেপি-শাসিত মধ্যপ্রদেশের পড়ুয়ারা

November 9, 2025 | < 1 min read

Authored By:

Raj Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১.৩৫: মধ্যপ্রদেশের (Madhya Pradesh) শেওপুর জেলার হল্লাপুর সরকারি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা থালা-বাটির বদলে কাগজের ওপর বসে খাবার খেতে বাধ্য হয়েছে। এই লজ্জাজনক ঘটনায় বিজেপি (BJP) সরকারের ওপর ক্ষোভে ফুঁসছেন স্থানীয় মানুষ।

ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার। স্কুলের মিড-ডে মিলের পরিচালনাকারী এক স্বনির্ভর গোষ্ঠী ছাত্র-ছাত্রীদের সারিবদ্ধভাবে বসিয়ে কাগজের ওপর খাবার পরিবেশন করে। আরও আশ্চর্যের বিষয়, সেই সময় স্কুলে কোনো শিক্ষক উপস্থিত ছিলেন না। খাবার পরিবেশনের দায়িত্বে ছিলেন এক ব্যক্তি, যিনি নিজেকে ‘অতিথি’ বলে পরিচয় দেন।

এই দৃশ্য দেখে উপস্থিত কিছু গ্রামবাসী মোবাইল ফোনে ভিডিও করে সেটি সামাজিক মাধ্যমে পোস্ট করে দেন, এবং তা ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র সমালোচনা। বিজেপি-শাসিত মধ্যপ্রদেশে এমন ঘটনা শুধু প্রশাসনিক গাফিলতির দৃষ্টান্ত নয়, বরং শিশুদের প্রতি সরকারের চরম উদাসীনতার প্রমাণ।

প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ (PM Poshan Shakti Nirman) প্রকল্পের অধীনে দেশের সরকারি ও অনুদানপ্রাপ্ত স্কুলগুলিতে পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহ করার কথা। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, বিজেপি সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে সেই প্রকল্প আজ কাগজে-কলমেই সীমাবদ্ধ। শিশুরা যেখানে পুষ্টিকর খাবারের অধিকার পাওয়ার কথা, সেখানে তারা কাগজের টুকরোয় খাবার খেতে বাধ্য হচ্ছে। এ যেন মধ্যপ্রদেশের শিক্ষা ও প্রশাসনের করুণ বাস্তব চিত্র।

এই ঘটনার পর দেশ জুড়ে প্রশ্ন উঠেছে, যে যখন কোটি কোটি টাকা মিড-ডে মিল প্রকল্পে ব্যয় করা হচ্ছে, তখন সেই অর্থ কোথায় যাচ্ছে? শিশুদের মুখে ভাত না দিয়ে কি আবারও বিজেপির নেতারা নিজেদের পকেট ভরছেন?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen