SIR-র ফর্ম বিলিতে এগিয়ে বাংলা, পিছিয়ে ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫.৩০: কেন্দ্রশাসিত অঞ্চল ও রাজ্য মিলিয়ে দেশে ১২টি প্রদেশে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR-র কাজ শুরু হয়েছে। ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি এনিউমারেশন ফর্ম বিলির কাজ চলছে। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, SIR-র কাজেও বাংলা এগিয়ে। শনিবার পর্যন্ত অর্থাৎ SIR শুরুর পাঁচদিনে ৪৫ শতাংশ ফর্ম বিলি করা হয়েছে বাংলায়। পিছিয়ে বিজেপিশাসিত ডবল ইঞ্জিন রাজ্যগুলি। কমিশনের তথ্য অনুসারে, বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে এখনও পর্যন্ত ১০ শতাংশ কাজও হয়নি।
নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বাংলায় ইতিমধ্যে ৪৫ শতাংশ ফর্ম বিলি করা হয়ে গিয়েছে। উত্তরপ্রদেশে ফর্ম বিলির হার মাত্র ৬.৩২ শতাংশ, মধ্যপ্রদেশে ৭.৩৭ এবং ছত্তিশগড়ে ৯.৯৭ শতাংশ। তিন রাজ্যই বিজেপিশাসিত। ফর্ম বিলির হারের নিরিখে বাংলার ধারেকাছেও নেই তারা। অন্যদিকে, বিজেপির অভিযোগ বাংলার সরকার SIR করতে বাধা দিয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের পরিসংখ্যানেই স্পষ্ট, SIR-এ বাধা দেওয়ার অভিযোগ একেবারে ভিত্তিহীন।
কমিশনের তথ্য অনুযায়ী, আন্দামান-নিকোবর, পুদুচেরির মতো কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ফর্ম বিলির কাজ অনেকটাই হয়ে গিয়েছে। আন্দামান-নিকোবর ৫১.০৯ শতাংশ, পুদুচেরিতে ৮৭.৭৫ শতাংশ, লাক্ষাদ্বীপে ২৯.৩৫ শতাংশ ফর্ম বিলির কাজ হয়েছে। গোয়ায় কাজ হয়ে গিয়েছে ৮৯.৪৬ শতাংশ। এই রাজ্যগুলির জনসংখ্যা বাংলার তুলনায় অনেকটাই কম। সেই কারণে দ্রুত বাড়ি বাড়ি ফর্ম বিলির কাজ হয়েছে।