‘বামদের মতোই দিল্লির জমিদারদের বিরুদ্ধে লড়বে বাংলা’, নন্দীগ্রাম দিবসে শহিদদের স্মরণ অভিষেকের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১২:০০: নন্দীগ্রাম দিবসে শহিদদের স্মরণ করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম দিবসে এক্স হ্যান্ডেলে পোস্ট করে শহিদদের শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এক্স হ্যান্ডেলে শহিদ স্মরণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘‘২০০৭ সালের এই দুর্ভাগ্যজনক দিনে, তৎকালীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে জমি, মর্যাদা এবং সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়ার বর্বর প্রচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়ান নন্দীগ্রামের সাহসী মানুষ।’’
SIR প্রক্রিয়াকে আক্রমণ শানিয়ে তিনি আরও লেখেন, ‘‘কেবল অত্যাচারীর চেহারা বদলেছে, নিপীড়ন একই রয়ে গেছে। গতকালের হার্মাদ আজকের জল্লাদ হিসেবে ফিরে এসেছে। যেখানে একসময় বামফ্রন্ট গোপন ‘সায়েন্টিফিক রিগিং’ উপর নির্ভর করত, বর্তমান সরকার ‘সাইলেন্ট ইনভিসিবেল রিগিং’ আশ্রয় নিচ্ছে।’’
তৃণমূলের সেনাপতি আরও লিখছেন, ‘‘বাংলা বামফ্রন্টকে এমন একটি শিক্ষা দিয়েছে যা তারা কখনও ভুলবে না, আজ আমরা দিল্লির জমিদারদের কাছে একই বার্তা পাঠাচ্ছি। বাংলা নিরলসভাবে এবং দৃঢ়তার সঙ্গে প্রতিরোধ করবে। আমরা তাদের ঔদ্ধত্যকে ভোটবাক্সে চূর্ণ করব এবং এই বর্জনের রাজনীতিকে ইতিহাসের আস্তাকুঁড়ে ফেলে দেব।’’