SIR আতঙ্ক আরও এক মৃত্যু রাজ্যে, প্রাণ গেল তাহেরপুরের এক বৃদ্ধের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১২:০০: SIR শুরু হতেই রাজ্যে মৃত্যু মিছিল। একে একে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন অনেকে। প্রবল মানসিক চাপে মৃত্যু হচ্ছে অনেকের। এবার প্রাণ গেল নদিয়ার তাহেরপুরের (Taherpur) এক বৃদ্ধের। পরিবারের দাবি, SIR আতঙ্কেই বৃদ্ধের মৃত্যু হয়েছে।
তাহেরপুরের পাহাড়পুর পঞ্চায়েতের কৃষ্ণচকপুর এলাকার মণ্ডলপাড়ার বাসিন্দা শ্যামল সাহা পেশায় ছিলেন ফেরিওয়ালা। স্ত্রী সহ দুই ছেলে ও দুই বৌমাকে নিয়ে তাঁর পরিবার। ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরে দেখেন তাঁর নাম নেই। তারপর থেকে আতঙ্কে ভুগছিলেন তিনি। তাঁর পড়শিরাও এমন দাবি করছেন।
শ্বাসকষ্টের রোগী ছিলেন শ্যামল সাহা। SIR আতঙ্কে তার অসুস্থতা আরও বাড়ে। ক্রমশ খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় তাঁর। প্রায় ৩০ বছর আগে ভারতে চলে আসেন তিনি। তাঁর ভোটার কার্ড, আধার কার্ড ছিল। ২০০২ সালে তাঁর জমির দলিলও ছিল। তাও ভোটার তালিকায় নাম নেই। দুশ্চিন্তা কিছুতেই কমছিল না। এরপরই তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। শ্যামলবাবুর পরিবারের পাশে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের (TMC) স্থানীয় প্রতিনিধিরা। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, “SIR-কে ঢাল করে মানুষের অধিকার কেড়ে নিতে বাংলায় ভয় ও আতঙ্কের রাজনীতি করছে বিজেপি।”
দলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্বে এই চক্রান্তের বিরুদ্ধে আন্দোলন চলবে।