‘ট্রফি জিতবই’—স্মৃতির প্রতিশ্রুতি মনে করিয়ে দিলেন সালমান, বিগ বসের মঞ্চে আবেগে ভাসলেন ঝুলন

November 10, 2025 | < 1 min read

Authored By:

Ritam Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১৩:৩০: ভারতীয় মহিলা ক্রিকেট দলের ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের আবহ এখন দেশজুড়ে বিরাজমান। এই বিজয়ের আনন্দ আরও বাড়িয়ে তুললেন প্রাক্তন তারকা ক্রিকেটার ঝুলন গোস্বামী ও অঞ্জুম চোপড়া, যাঁরা হাজির হলেন বিগ বস ১৯-এর “উইকেন্ড কা বার” পর্বে। সালমান খানের সঙ্গে তাঁদের উপস্থিতি যেন হয়ে উঠল এক বিশেষ সম্মানের মুহূর্ত।

কথোপকথনে সালমান স্মরণ করিয়ে দেন অধিনায়ক হরমনপ্রীত কৌর ও সহঅধিনায়ক স্মৃতি মান্ধানার সেই প্রতিশ্রুতির কথা—“ট্রফি জিতবই।” আবেগে আপ্লুত ঝুলন জানান, “ওরা যখন আমার সামনে ট্রফি নিয়ে এল, সেটাই আমার ক্রিকেট জীবনের সবচেয়ে বড় মুহূর্ত।”

শুটিং শেষে ঝুলন সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে লিখলেন, “অবিস্মরণীয় এক রাত কাটালাম সালমান ও অঞ্জুমের সঙ্গে। এই অভিজ্ঞতা বিশেষ হয়ে থাকবে আমার কাছে।” অঞ্জুমও নিজের পোস্টে লিখেছেন, “এই জয় শুধু এক দলের নয়, সব সেই মহিলাদের, যারা স্বপ্ন দেখেছিল।”

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫২ রানে ঐতিহাসিক জয় এনে দিলেন শফালি বর্মা (৮৭) ও দীপ্তি শর্মা (৫/৩৯)। ২০০৫ ও ২০১৭ সালের ব্যর্থতার পর অবশেষে ভারত পেল তাদের প্রথম মহিলা বিশ্বকাপ শিরোপা — এক অনন্য ইতিহাসের সাক্ষী হয়ে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen