পয়লা ডিসেম্বর থেকে বাড়ছে মদের দাম, রাজ্যে কার্যকর নতুন করনীতি

November 10, 2025 | < 1 min read

Authored By:

Ritam Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১৪:৫০: ইংরেজি নববর্ষের আগে বড় ঘোষণা রাজ্য সরকারের! আগামী ১ ডিসেম্বর ২০২৫ থেকে পশ্চিমবঙ্গে বাড়ছে সব ধরনের মদের দাম। সম্প্রতি রাজ্যের আবগারি দফতর নতুন অতিরিক্ত শুল্ক সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নতুন নিয়ম অনুযায়ী, বিয়ার ছাড়া দেশি ও বিদেশি—সব ধরনের মদের উপর বাড়তি আবগারি শুল্ক কার্যকর হবে।

এই নির্দেশে বলা হয়েছে, ৩০ নভেম্বরের মধ্যে পুরনো দামে যতটা সম্ভব স্টক বিক্রি করতে হবে। কারণ, ১ ডিসেম্বরের পর থেকে পুরনো দামে বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ। যেসব স্টক তখনও অবিক্রীত থাকবে, তাদের বোতলে নতুন মূল্যের স্টিকার লাগানো বাধ্যতামূলক।

বিশেষজ্ঞদের মতে, এই নতুন করনীতির ফলে ডিসেম্বরের শুরুতে মদের বাজারে কিছুটা অস্থিরতা দেখা দিতে পারে, তবে আগাম প্রস্তুতি থাকলে বড় ধরনের সমস্যা হবে না। অর্থ দফতরের ধারণা, এই সিদ্ধান্তে রাজ্যের রাজস্ব আদায় বাড়বে। রাজনৈতিক মহল মনে করছে, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই অতিরিক্ত রাজস্ব ভবিষ্যতের জনকল্যাণমূলক প্রকল্পে কাজে লাগাতে পারে রাজ্য সরকার।

বছরের শেষ মাসে দাম বাড়লেও, রাজ্যের অর্থনীতিতে বাড়তি রসদ যোগাবে এই নতুন নীতি—এমনটাই আশা প্রশাসনের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen