বিশ্বকাপের কাউন্টডাউন শুরু! গম্ভীরের সাফ বার্তা,”তিন মাসে তৈরি হতে হবে দলকে”

November 10, 2025 | < 1 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:১৫: আরও একবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার স্বপ্নে বিভোর ভারতীয় ক্রিকেট দল। সামনে ঘরের মাঠে বিশ্বকাপ, আর কোচ গৌতম গম্ভীরের লক্ষ্য সাদা বলের ক্রিকেটে আরেকটি আইসিসি ট্রফি নিজেদের ঘরে তোলা। তবে গম্ভীর স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁর দল এখনও পুরোপুরি প্রস্তুত নয়।

ভারতীয় ক্রিকেট বোর্ড প্রকাশ করেছে গম্ভীরের একটি সংক্ষিপ্ত ভিডিয়ো টিজ়ার। তাতে কোচের কণ্ঠে শোনা গিয়েছে দৃঢ় বার্তা— “বিশ্বকাপের জন্য আমাদের হাতে রয়েছে মাত্র তিন মাস। তার মধ্যেই তৈরি হতে হবে আমাদের।” ডিসেম্বর ও জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা ও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ১০টি টি২০ ম্যাচ খেলবে ভারত। সেই ম্যাচগুলিই গম্ভীরের কাছে হবে মূল অগ্নিপরীক্ষা।

তবে দলের ভিতরে থাকা পরিবেশে খুশি কোচ। গম্ভীরের কথায়, “এই সাজঘরে কোনও আড়াল নেই, সবাই সৎ ও একজোট। এমন পরিবেশই চেয়েছিলাম।” ক্রিকেটারদের চ্যালেঞ্জের মুখে ফেলেই তাঁদের দক্ষতা যাচাই করতে চান তিনি— “গভীর সমুদ্রে ফেললে তবেই বোঝা যায় কে সাঁতার কাটতে পারে,” মন্তব্য গম্ভীরের।

এখন নজর লাল বলের ক্রিকেটে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু হয়েছে কলকাতায়। তবে এরই মাঝে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির সুরও বাজিয়ে রাখলেন ভারতের নতুন কোচ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen