দিল্লিতে জঙ্গি হামলা? লালকেল্লার কাছে ১০টি গাড়িতে বিস্ফোরণ, নিহত অন্তত ১৩ জন

November 10, 2025 | 2 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯.২০: লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে কাঁপল রাজধানী। সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লার সামনে  মেট্রো স্টেশনের ১ নং গেটের কাছে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিট নাগাদ ১০টি গাড়িতে বিস্ফোরণ ঘটে, যার ফলে মুহূর্তেই আগুন ধরে যায়।

জানা গিয়েছে, পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা গাড়িতে বিস্ফোরণের জেরে লালকেল্লা মেট্রো গেটেও আগুন লেগে যায়। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দিল্লি পুলিশ। রাজধানী জুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট।

এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর জানা গিয়েছে। আহত অন্তত ৩০ জন। তাঁদের নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে।  ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধারের ঘটনার পরপরই লালকেল্লার ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। দিল্লি দমকল বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, বিস্ফোরণের খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী।

সংবাদমাধ্যমসূত্রে খবর,  লালকেল্লা মেট্রো স্টেশনের এক নম্বর গেটের পার্কিং এলাকায় দাঁড়িয়ে থাকা ১০টি গাড়িতে হঠাৎ বিস্ফোরণ ঘটে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে তা ছড়িয়ে পড়ে আশপাশে দাঁড়িয়ে থাকা আরও কয়েকটি গাড়িতে। বিস্ফোরণের অভিঘাতে আশপাশের বাড়ি ও দোকানের জানলার কাচ চুরমার হয়ে যায়। আশেপাশের ঘরবাড়িও কেঁপে ওঠে।

বিস্ফোরণের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়, তবে জঙ্গি হামলা বলে মনে করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এনআইএ এবং এনএসজি-র কর্মকর্তারা। ফরেনসিক বিশেষজ্ঞদের দলও তদন্তের জন্য সেখানে রওনা দিয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে, সোমবার দিল্লির উপকণ্ঠ ফরিদাবাদের একটি ভাড়াবাড়িতে অভিযান চালায় রিয়ানা ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। সেখানে উদ্ধার হয় ৩৬০ কেজি বিস্ফোরক, বিপুল পরিমাণ অস্ত্র, ২০টি বোমার টাইমার, রিমোট এবং ওয়াকিটকি। ওই অভিযানের পর এক বিবৃতিতে জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, গত কয়েক দিনে দেশের বিভিন্ন জায়গা থেকে প্রায় ৩ হাজার কেজি বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়েছে, যার সঙ্গে জইশ জঙ্গি সংগঠনের যোগসূত্র পাওয়া গেছে। পাশাপাশি, আনসার ঘাজ়ওয়াত-উল-হিন্দ নামে আরও এক পাকিস্তানি গোষ্ঠীর কার্যকলাপেরও ইঙ্গিত মিলেছে। এই পরিস্থিতিতেই দিল্লির বিস্ফোরণ নতুন করে উদ্বেগ বাড়িয়েছে তদন্ত সংস্থাগুলির মধ্যে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen