ধর্মেন্দ্রর মৃত্যু নিয়ে বিভ্রান্তি, কী জানালেন প্রবীণ অভিনেতার স্ত্রী ও কন্যা?

হঠাৎই রটে গেল মারা গেছেন বলিউডের HeMan সুপারস্টার ধর্মেন্দ্র নাকি মারা গেছেন! হুহু করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে মৃত্যুর খবর। অনেক বেসরকারি সংবাদমাধ্যমও তাঁর ভুয়ো মৃত্যুর খবর পোস্ট করে দেয়।
তাঁর স্ত্রী ও অভিনেত্রী হেমা মালিনী ও সানি দেওলের টিম জানায় যে ধর্মেন্দ্র এখন স্থিতিশীল ও অবজার্ভেশনে আছেন। তাঁর দ্রুত সুস্থতার কামনার অনুরোধ করেন সানির টিম।
আমরা কি মানুষের মৃত্যুর খবর নিয়ে আরও দায়িত্বশীল হতে পারি না? হাসপাতালে ভর্তি হলেই তাঁকে মৃত ঘোষণা করতে এত তাড়াহুড়ো কিসের? আমরা তো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সেই আমরাই যদি যাচাই না করে ভুয়ো খবর পোস্ট করে দিই তাহলে আগামীদিন মানুষ সংবাদমাধ্যম কে বিশ্বাস করাই ছেড়ে দেবে।টিম দৃষ্টিভঙ্গি পক্ষ থেকে ধর্মেন্দ্রর দ্রুত সুস্থতার কামনা করা হচ্ছে।
মঙ্গলবার সকাল থেকেই ধর্মেন্দ্রর মৃত্যু নিয়ে বিভ্রান্তি ছড়ায়। যার পরিপ্রেক্ষিতে সমাজ মাধ্যমে ধর্মেন্দ্রর কন্যা অভিনেত্রী এষা দেওল লেখেন, “গণমাধ্যমগুলি অতিরঞ্জিত করে মিথ্যে খবর ছড়াচ্ছে। আমার বাবার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল এবং উনি সুস্থ হয়ে উঠছেন। এই মুহূর্তে সকলের কাছে অনুরোধ, আমাদের পরিবারকে একটু একান্তে থাকতে দিন। বাবার দ্রুত আরোগ্য কামনা করার জন্য ধন্যবাদ।’’
অন্যদিকে, এই ভুয়ো মৃত্যু সংবাদে বেজায় ক্ষুব্ধ প্রবীণ অভিনেতার স্ত্রী তথা অভিনেত্রী হেমা মালিনী। সমাজ মাধ্যমে তিনি লিখছেন, “যা ঘটছে, তা ক্ষমার অযোগ্য। একজন মানুষ, যিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন, সেরে উঠছেন। তাঁর সম্পর্কে কী করে দায়িত্ববান চ্যানেলগুলি ভুয়ো খবর ছড়ায়? এটা অত্যন্ত অশ্রদ্ধার এবং দায়িত্বজ্ঞানহীন। পরিবারকে প্রাপ্য সম্মান দিন। একান্তে থাকতে দিন।’’