অবশেষে মুক্তি, হাসপাতাল থেকে বাড়ির পথে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

November 11, 2025 | < 1 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৪৮: দীর্ঘ তিন বছর তিন মাস ১৯ দিনের অপেক্ষার পর অবশেষে মুক্তি পেলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তারের পর সোমবার আদালতের নির্দেশে মুক্তির প্রক্রিয়া শুরু হয়, আর মঙ্গলবার দুপুরে তিনি হাসপাতাল থেকে বেরিয়ে আসেন।

বাইপাসের ধারের বেসরকারি হাসপাতাল থেকে দুপুর ২টা ২০ নাগাদ হুইলচেয়ারে চেপে বাইরে আসেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। তখনই হাসপাতাল চত্বরে আগে থেকেই জড়ো হওয়া অনুগামীরা স্লোগান দিতে শুরু করেন, “পার্থদা জিন্দাবাদ!”। সেই দৃশ্য দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন পার্থ, ছলছল চোখে কেঁদেও ফেলেন তিনি।

সাদা ফুলছাপের নীল পাঞ্জাবি ও নীল মাস্কে মুখ ঢাকা পার্থ সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে কিছু বলেননি। কেবল ঘাড় নেড়ে বুঝিয়ে দেন, তিনি কোনও মন্তব্য করতে চান না। হাসপাতালের বাইরে অপেক্ষমান গাড়িতে উঠে নাকতলার (Naktala) বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি।

বাড়ি ফেরার পথে তাঁর সঙ্গে ছিল অনুগামীদের মিছিল। বাইকে চেপে তাঁকে অনুসরণ করতে দেখা যায় বহু সমর্থককে। গাড়ির ভিতর থেকে হাত জোড় করে নমস্কার জানাতেও দেখা যায় পার্থকে।

উল্লেখ্য, ২০২২ সালের ২৩ জুলাই নিয়োগ মামলায় গ্রেপ্তার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সম্প্রতি সুপ্রিম কোর্ট (Supreme Court) নির্দেশ দেয়, সিবিআইয়ের মামলায় বিচারপর্ব শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শর্তসাপেক্ষে জামিন দেওয়া যেতে পারে। আদালতের নির্দেশ অনুযায়ী অষ্টম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পূর্ণ হওয়ার পর আলিপুরের বিশেষ সিবিআই আদালত পার্থের মুক্তির নির্দেশ দেয়। এরপর মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে জেল থেকে মুক্তি পান তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen