১০/১১ দিল্লি বিস্ফোরণ : টার্গেট ছিল ২৬ জানুয়ারি! দিল্লি বিস্ফোরণ কাণ্ডের তদন্তে আর কোন কোন তথ্য?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৩৫: দিল্লি বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত মুজাম্মিলকে জিজ্ঞাসাবাদের পর উঠে এসেছে বিস্ফোরক তথ্য। জানা যাচ্ছে, ২৬ জানুয়ারি, সাধারণতন্ত্র দিবসেই বিস্ফোরণের পরিকল্পনা ছিল। সেই উদ্দেশ্যে লালকেল্লায় রেইকিও করে যায় তারা। এবছরের দিওয়ালিতেও কোনও একটি জনবহুলস্থানে বিস্ফোরণের পরিকল্পনা ছিল তাদের। যদিও তা কার্যকর হয়নি।
দিল্লি বিস্ফোরণের পরই দেশজুড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। দিল্লির বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর পাশাপাশি জম্মু ও কাশ্মীরের নানান জায়গায় তল্লাশি চালাচ্ছে সেনা। মূলত ফরিদাবাদের আল ফালা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন চিকিৎসক রয়েছে নাশকতার নেপথ্যে। জম্মু ও কাশ্মীর পুলিশ একে ‘হোয়াইট কলার টেরর ইকোসিস্টেম’ বলে চিহ্নিত করেছে।
ধৃত মুজাম্মিলকে জেরা করে আরও তথ্যের হদিশ পেতে চাইছেন তদন্তকারীরা। সামাজিক কাজের মোড়কে তহবিল গোছানো চলছিল জঙ্গি হামলা চালানোর জন্য। বিস্ফোরকের উপকরণ সংগ্রহের কাজ চলছিল সুপরিকল্পিতভাবে। পুলিশ রীতিমতো বিস্মিত। উচ্চ পর্যায়ের বৈঠক সারার পর এক্স হ্যান্ডেলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লেখেন, ‘‘দিল্লির গাড়িবোমা বিস্ফোরণ নিয়ে রিভিউ মিটিংয়ের সভাপতিত্ব করলাম। শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছি। আধিকারিকদের এই ঘটনার নেপথ্যে জড়িত প্রত্যেক দোষীকে খুঁজে বার করার নির্দেশ দিয়েছি। তারা এ বার আমাদের তদন্তকারী সংস্থাগুলির ক্রোধের বহিঃপ্রকাশ দেখবে।’’