১০/১১ দিল্লি বিস্ফোরণ : CCTV ফুটেজে ধরা পড়ল বিস্ফোরণের ভয়াবহতা, দেখুন ভিডিও

November 12, 2025 | < 1 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:১০: ১০ নভেম্বর সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে দিল্লির লালকেল্লা এলাকায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী। জনবহুল রাস্তায় ধীর গতিতে চলা একটি সাদা SUV-তে হঠাৎ ঘটে বিস্ফোরণ, যার তীব্রতায় আশপাশের গাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হয়।

দিল্লি পুলিশের সিসিটিভি কন্ট্রোল রুমে ধরা পড়েছে ১৫ সেকেন্ডের একটি ক্লিপ, যেখানে দেখা যাচ্ছে কীভাবে ধীরে চলা গাড়িটি হঠাৎ আগুনের গোলায় পরিণত হয়। বিস্ফোরণের তীব্রতায় রেড ফোর্টের কাছে থাকা একটি সিসি ক্যামেরা (CCTV Camera) বন্ধ হয়ে যায়।

ঘটনার তদন্তে নেমেছে NIA ও NSG। প্রাথমিকভাবে জানা গেছে, বিস্ফোরক বোঝাই SUV-টি চালাচ্ছিলেন ডঃ উমর নবির, যিনি হরিয়ানার ধৌজের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত। এই বিশ্ববিদ্যালয়ের আরও দুই চিকিৎসক মুজম্মিল গনাই ও শাহিন সায়েদকে গ্রেপ্তার করা হয়েছে।

আল-ফালাহ মেডিক্যাল কলেজের ৫২ জন চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তকারীরা মনে করছেন, এটি একটি ‘হোয়াইট-কলার’ জইশ জঙ্গি মডিউলের অংশ, যেখানে শিক্ষিত পেশাজীবীদের ব্যবহার করে নাশকতা চালানো হচ্ছে।

এর আগে ফরিদাবাদের একটি ভাড়াবাড়ি থেকে উদ্ধার হয় ৩৬০ কেজি বিস্ফোরক, ২০টি টাইমার, রিমোট ও ওয়াকিটকি। এই ঘটনার সঙ্গে দিল্লি বিস্ফোরণের যোগসূত্র খুঁজছে তদন্তকারী সংস্থা।

এই বিস্ফোরণের পর দিল্লি জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রেড ফোর্ট মেট্রো স্টেশন ও আশপাশের এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen