Weather Update: উত্তুরে হাওয়ার জের, শহর ও গ্রামাঞ্চলে শীতের ছোঁয়া

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি থাকবে।
দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা কমেছে। ভোরের দিকে ভালই কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে।।দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি সেলসিয়াস নীচে থাকবে তাপমাত্রা। পশ্চিমী হাওয়ায় শীতের আমেজ বাড়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এখন ১৪ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে রাজ্যের পশ্চিমের জেলাগুলির পারদ। পুরোপুরি শীত আসতে আরও বেশ কিছুটা সময় লাগবে বলে জানাল হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাল উত্তরবঙ্গে কুয়াশার প্রভাব থাকবে। দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টি হলেও বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। এই সময়ের উত্তুরে হাওয়া ক্রমশ জোরদার হচ্ছে বলেই শহর ও গ্রামাঞ্চলে শীতের ছোঁয়া পাওয়া যাচ্ছে।