ভোটার তালিকায় বিপুল অসঙ্গতি, প্রশ্নের মুখে SIR প্রক্রিয়া

November 13, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:২০: SIR প্রক্রিয়ার দ্রুত বাস্তবায়নকে ঘিরে নির্বাচন কমিশনের কাজের ধরন নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। দলটি তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করে দাবি করেছে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে প্রকাশিত ২০০২ সালের SIR ভোটার তালিকা এবং কর্মকর্তাদের হাতে থাকা হার্ড কপির মধ্যে বিপুল অসঙ্গতি ধরা পড়েছে।

 

পোস্টে বলা হয়েছে, বহু ক্ষেত্রে নামের নথি গায়েব, পরিপূরক তালিকা উধাও হয়ে গেছে, এমনকি বেশ কয়েকটি বুথে অনলাইন তালিকা থেকে ৩০-৪০টি নাম একেবারেই অনুপস্থিত। ভোটারদের তথ্যও অনেক জায়গায় অসম্পূর্ণ।

 

উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে বিধাননগর বিধানসভা কেন্দ্রের পার্ট নম্বর ২৩২। অনলাইন তালিকায় সিরিয়াল নম্বর ৯০৩ পর্যন্ত থাকলেও ছাপানো তালিকায় সেটি ৯৮৪ পর্যন্ত। অর্থাৎ ৮১ জন ভোটারের নাম ও তথ্যসহ পরিপূরক তালিকাটি আপলোড করা হয়নি। একই ধরনের অভিযোগ উঠছে আরও কয়েকটি বিধানসভা কেন্দ্র থেকে।

 

 

তৃণমূল কংগ্রেসের দাবি, জেলা নির্বাচনী আধিকারিকদের অবিলম্বে ব্যবস্থা নিতে হবে এবং ২০০২ সালের সম্পূর্ণ ও অপরিবর্তিত ভোটার তালিকার প্রতিটি পৃষ্ঠা, সঙ্গে সমস্ত পরিপূরক অংশ প্রকাশ করতে হবে। কমিশনের কাছেও তাঁরা পূর্ণ স্বচ্ছতা ও দায়বদ্ধতা রক্ষার আহ্বান জানিয়েছে।

 

পোস্টে দল জানায়, “চুপি চুপি তালিকা বদলের যেকোনও প্রচেষ্টা গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে। বাংলার মানুষ তাঁদের ভোটাধিকার খর্ব করা সহ্য করবে না।”

এ বিষয়ে মধ্যমগ্রামের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী রথীন ঘোষ ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনার জেলা নির্বাচনী আধিকারিককে চিঠি লিখে বিষয়টির প্রতি দ্রুত দৃষ্টি আকর্ষণের আহ্বান জানিয়েছেন। রাজনৈতিক মহলে এই পোস্টকে ঘিরে ইতিমধ্যেই তীব্র আলোচনা শুরু হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen