দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ঘাতক গাড়ির চালক উমরের বাড়ি উড়িয়ে দিল নিরাপত্তা বাহিনী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:২৫: দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ব্যবহৃত হুন্ডাই আই২০ গাড়িটি চালাচ্ছিলেন উমর উন-নবি বা উমর মহম্মদ। বৃহস্পতিবার মধ্যরাতে তাঁর কাশ্মীরের বাড়ি বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিল নিরাপত্তা বাহিনী। কাশ্মীরের পুলওয়ামায় উমরের বাড়িটি আইইডি বিস্ফোরণ ঘটিয়ে ভেঙে ফেলা হয়।
রাতভর পুলওয়ামা ও আশপাশের এলাকায় তল্লাশি চালায় জম্মু ও কাশ্মীর পুলিশ। ছ’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ছ’জনের মধ্যে তিন জন উমরের পরিবারের সদস্য। দিল্লি বিস্ফোরণের তদন্তে দুই কাশ্মীরি চিকিৎসকের নাম উঠে এসেছে, তাঁদের সঙ্গে যোগাযোগ রাখতেন চিকিৎসক উমর, এমনই অনুমান তদন্তকারীদের।
উল্লেখ্য, পেশায় চিকিৎসক ছিলেন উমর। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে বার বার ফরিদাবাদের আল ফালাহ্ বিশ্ববিদ্যালয়ের নাম উঠে এসেছে। বিস্ফোরণ কাণ্ডে ধৃত একাধিক সন্দেহভাজনের সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের যোগ রয়েছে। DNA পরীক্ষার পর জানা গিয়েছে, দিল্লি বিস্ফোরণে ব্যবহৃত হুন্ডাই আই২০ গাড়িটি চালাচ্ছিলেন উমরই।