Delhi blast: সকলেই জঙ্গি নন, কাশ্মীরিদের হয়ে সওয়াল ওমরের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৪৪: দিল্লির লালকেল্লার লাগোয়া এলাকায় সোমবার সন্ধ্যার বিস্ফোরণের পর তদন্ত যত এগোচ্ছে, সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। একটি সাদা হুন্ডাই আই২০ গাড়িতে হওয়া সেই বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ১৩-তে। ঘটনার সূত্র ধরে উঠে এসেছে কাশ্মীরি চিকিৎসক উমর মহম্মদ ওরফে উমর-উন-নবির নামও। বিস্ফোরণের ঠিক আগে ওই গাড়িটি তিনিই চালাচ্ছিলেন বলে দাবি তদন্তকারী সংস্থার।
এই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তাঁর বক্তব্য, কয়েকজনের অপরাধকে কেন্দ্র করে পুরো কাশ্মীরি জনগোষ্ঠীকে সন্দেহের চোখে দেখা অত্যন্ত অন্যায়। তিনি স্পষ্ট জানান, জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের সবাই জঙ্গিবাদের সমর্থক নন এবং শান্তি নষ্ট করার চেষ্টা করে মাত্র ‘মুষ্টিমেয়’ কিছু মানুষ। অপরাধী এবং সাধারণ মানুষের মধ্যে পার্থক্য বোঝা জরুরি বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে তিনি বলেন, লালকেল্লার বিস্ফোরণের ঘটনায় যারা সত্যিই দায়ী, তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত। তবে নিরপরাধ কাশ্মীরিদের যেন একই দৃষ্টিভঙ্গিতে না দেখা হয়—এটাই তার অনুরোধ। তাঁর মতে, প্রত্যেক কাশ্মীরিকে জঙ্গি হিসেবে ভাবা হলে তা বড় ভুল হবে এবং এতে শান্তিপ্রিয় মানুষের মানসিক ক্ষতি হবে।
এদিকে, ফরিদাবাদে তল্লাশিতে বিপুল বিস্ফোরক উদ্ধার, উমরের পুলওয়ামার বাড়ি রাতের মধ্যেই বিস্ফোরণে ধ্বংস, এবং আরেক কাশ্মীরি চিকিৎসকের নাম সামনে আসা—সব মিলিয়ে তদন্ত এখন জটিল মোড়ে। আগামী দিনে এনআইএ-র শ্রীনগর সফর এই মামলায় আরও নতুন দিক উন্মোচন করবে বলে মনে করা হচ্ছে।