ইডেনে প্রথম দিনেই বুমরাহ ঝড়, ভেঙে পড়ল প্রোটিয়া ব্যাটিং

November 14, 2025 | < 1 min read
Published by: Saikat
Photo: Surjeet Yadav / CREIMAS for BCCI

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:১০: ইডেন গার্ডেন্সে টেস্ট ক্রিকেট ফিরতেই প্রথম সকালেই রোমাঞ্চ ছড়িয়ে দিল ২২ গজ। দিনের দ্বিতীয় বলেই যে অস্বস্তির ইঙ্গিত মিলেছিল, তা পরে পূর্ণ রূপ নিল দক্ষিণ আফ্রিকার ইনিংসে।

জসপ্রীত বুমরাহের প্রথম স্পেলেই চিত্র পরিষ্কার হয়ে যায়। দ্বিতীয় বল তিনবার মাটি ছুঁয়ে উইকেটকিপার ঋষভ পন্থের গ্লাভসে পৌঁছয়, আর পরেরটাই ব্যাটারের বুকের কাছে লাফিয়ে ওঠে। সাম্প্রতিক দিনগুলোতে ইডেনের পিচ নিয়ে বিতর্ক চলছিল। গৌতম গম্ভীর নিজের অসন্তোষ জানিয়েছিলেন সিএবির কিউরেটর সুজন মুখোপাধ্যায়কে। যদিও সুজন তেমন পরিবর্তন আনেননি, শেষ কয়েক দিনে যতটা সম্ভব ‘ম্যানেজ’ করার চেষ্টা হয়েছিল বলে জানা যায়। ফলে ইডেনে অনিয়মিত বাউন্স দেখা যাচ্ছে।

তবে প্রোটিয়াদের ব্যর্থতার মূল কারণ ছিল একটাই—বুমরাহর নিখুঁত লাইন-লেংথ। ২৭ রানে ৫ উইকেট তুলে নিয়ে একাই ভেঙে দিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটিং। তাঁকে সাপোর্ট দিলেন কুলদীপ যাদব, যিনি ৩৬ রানে নিলেন ২ উইকেট। পিচ খুব বেশি স্পিন-সহায়ক না হলেও কুলদীপের গুগলি-বিভ্রান্তিতে বাভুমা, মুলডাররা পরাস্ত হন। মাত্র ১৫৯ রানে শেষ হয়ে যায় টেস্ট চ্যাম্পিয়নদের ইনিংস।

ঋষভ পন্থ কিপিংয়ের পাশাপাশি ডিআরএস নেওয়ার ক্ষেত্রেও পরিণত সিদ্ধান্ত নিয়ে সাহায্য করেন বোলারদের। ভারতীয় বোলারদের মধ্যে অক্ষর পটেল ১টি এবং সিরাজ ২টি উইকেট পান।

ব্যাটিংয়ে সতর্ক শুরু ভারতের। যশস্বী জয়সওয়াল ব্যর্থ হলেও লোকেশ রাহুল ও তিন নম্বরে ব্যাট করা ওয়াশিংটন সুন্দর দিন শেষ করেন ৩৭/১ স্কোরে। জানসেন ১ উইকেট নেন।

প্রথম দিনের শেষে ম্যাচে ভারত এগিয়ে , আবার দক্ষিণ আফ্রিকাও ফিরতে পারে ম্যাচে। এখন চোখ শনিবারের সকালে, যখন ইডেনের চ্যালেঞ্জিং পিচে ভারতীয় ব্যাটারদের প্রকৃত পরীক্ষা শুরু হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen