শীতের শুরুতেই শহরভ্রমণ, বিশেষ প্যাকেজ টুর চালু করছে পরিবহণ দপ্তর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৩০: পরিবহণ দপ্তরের উদ্যোগে শীতের শুরুতেই শহর ঘোরার নতুন সুযোগ খুলে যাচ্ছে। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে চলেছে বিশেষ প্যাকেজ টুর, যেখানে এসি ভলভো বাসে করে শহর ও শহরতলির উল্লেখযোগ্য দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখানো হবে। লক্ষ্য দেশি ও বিদেশি পর্যটক, পাশাপাশি কলকাতার সেইসব বাসিন্দা যারা নিজের শহরকে নতুন করে চিনতে চান।
দপ্তর জানিয়েছে, আপাতত দুই ধরনের প্যাকেজ থাকছে। একটি ইকোপার্ক কেন্দ্রিক। এই রুটে ইকোপার্ক, মাদার্স ওয়াক্স মিউজিয়াম, নিউটাউন হরিণালয়, মিষ্টিহাব, ইকো আর্বান ভিলেজ, বিশ্ববাংলা গেট, নজরুল তীর্থসহ বেশ কয়েকটি জায়গা ঘোরানো হবে। অন্য প্যাকেজটি কালীঘাট ও দক্ষিণ কলকাতা কেন্দ্রিক। এতে ভিক্টোরিয়া মেমোরিয়াল, ন্যাশনাল লাইব্রেরি, জেল মিউজিয়াম, ইন্ডিয়া মিউজিয়াম, ইডেন গার্ডেন, হাওড়া ফুলবাজার, হাওড়া ব্রিজ, ট্রাম স্মরণিকা, প্রিন্সেপ ঘাট, নন্দনের মতো জায়গা থাকবে।
টিকিট মিলবে দুইভাবে। যারা সব দর্শনীয় স্থানে ঢুকে দেখবেন, তাঁদের টিকিটের সঙ্গে প্রবেশমূল্য যুক্ত থাকবে। অন্যদিকে, যারা শুধু বাসে করে ঘুরতে চান, তাঁদের জন্য আলাদা ভাড়া রাখা হবে। বাসে থাকবে ব্রেকফাস্ট ও রিফ্রেশমেন্টের ব্যবস্থাও। যদিও ভাড়া এখনও চূড়ান্ত হয়নি।
টিকিট পাওয়া যাবে এসপ্ল্যানেডে পরিবহণ নিগমের (Esplanade Transport Corporation) মূল কাউন্টার থেকে এবং পরিবহণ দপ্তরের (Department of Transportation) ওয়েবসাইটে। পাশাপাশি যাত্রীসাথী অ্যাপের (Yatri sathi App) মাধ্যমে বুকিং চালুর পরিকল্পনাও চলছে। কিছু দর্শনীয় স্থানে অনলাইন টিকিটিং চালু না থাকায় সেগুলির ক্ষেত্রে কীভাবে ব্যবস্থা করা হবে, তা নিয়ে আলোচনা চলছে।
দপ্তরের এক আধিকারিক জানান, শীত পড়তেই শহরে দেশি-বিদেশি পর্যটকের ভিড় বাড়ে। অনেকেই একই দিনে বহু জায়গায় যেতে পারেন না। সেই অভিজ্ঞতা সহজ করতে এই উদ্যোগ। পুজোর সময়ের বিশেষ পরিক্রমার মতোই এই শীতের শহর ভ্রমণও জনপ্রিয় হবে বলেই দপ্তরের আশা।
সকাল থেকেই শুরু হবে টুর। শহরের পরিচিত দৃশ্যের সঙ্গে অচেনা কলকাতাকে (Kolkata) এক ফ্রেমে দেখাতে চায় পরিবহণ দপ্তর।