উত্তরপ্রদেশে খনিতে ধস, মৃত ২ নিখোঁজ অনেকে

November 16, 2025 | < 1 min read

Authored By:

Raj Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২.২৫: শনিবার উত্তরপ্রদেশের সোনভদ্র জেলায় হঠাৎই ধস নামে একটি পাথর খাদানে। মুহূর্তের মধ্যে গোটা এলাকা ঢেকে যায় ধুলোর ঘনচাদরে। কাজ করছিলেন বহু শ্রমিক। ধস নামতেই সব কিছু চাপা পড়ে যায় বিশাল পাথরের স্তূপের নীচে।

প্রশাসনের অনুমান, প্রায় ১৫ জন শ্রমিক সেই ধসের নিচে আটকে পড়েছেন। উদ্ধারকাজ শুরু হয়েছে। এখন পর্যন্ত ২ জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের খোঁজে চলছে।

জেসিবি, পাথর কাটার মেশিন, এবং ধস সরানোর জন্য বিশেষ সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছে এনডিআরএফ এবং এসডিআরএফ-এর বিশেষ প্রশিক্ষিত দল। যত দ্রুত সম্ভব আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছনোর চেষ্টা চলছে।

উল্লেখ্য, গতকালই উত্তরপ্রদেশে ভয়াবহ বিস্ফোরণ হয় একটি বাজি কারখানায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen